ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপ বাছাইয়ে ভাল খেলার প্রত্যাশা জামালের

এবার লড়াকু বাংলাদেশকে দেখবে কাতার

প্রকাশিত: ২৩:২৭, ২০ নভেম্বর ২০২০

এবার লড়াকু বাংলাদেশকে দেখবে কাতার

স্পোর্টস রিপোর্টার ॥ গত বছরের ১০ অক্টোবর ঢাকার মাঠে বিশ্বকাপ বাছাইয়ের হোম ম্যাচে কাতারের কাছে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। ফিফা বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্বের এ্যাওয়ে ম্যাচ খেলতে বৃহস্পতিবার কাতারে গেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সকাল সাড়ে ১০টায় বিমানে চড়ে জামাল ভুঁইয়ারা। আগামী ৪ ডিসেম্বর কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। কাতারগামী বাংলাদেশ দলের সদস্যসংখ্যা মোট ৩৭। এর মধ্যে ফুটবলার আছেন ২৭ জন। কাতারগামী বিমানে উঠতে পারেননি ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ আবদুল্লাহ এবং নাজমুল ইসলাম। পারফরর্মেন্সের কারণে দল থেকে বাদ পড়েছেন তারা। ম্যাচ খেলার আগে কাতারে কোয়ারেন্টাইনে থাকবে বাংলাদেশ ফুটবল দল। বিশ্বকাপ বাছাইয়ের এই ম্যাচটি খেলার আগে লাল-সবুজ বাহিনীর দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে কাতারের স্থানীয় দুটি ক্লাবের বিরুদ্ধে। বিমানে ওঠার আগে দেশের হয়ে ভাল খেলা উপহার দেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক এবং তারকা ডিফেন্সিভ মিডফিল্ডার জামাল ভুঁইয়া। এক প্রশ্নের উত্তরে ডেনমার্ক প্রবাসী জামাল বলেন, ‘মাত্রই নেপালের সঙ্গে দুটি ফিফা ফ্রেন্ডলি সিরিজ ম্যাচ খেললাম। এখন আমাদের খেলতে হবে নেপালের চেয়েও বহগুণে শক্তিশালী কাতারের বিপক্ষে। সবাই জানে কাতার কতটা শক্তিধর দল। তাই তাদের সঙ্গে ভাল খেলতে হলে আমাদের আরও অনুশীলন করতে হবে, আরও কঠোর পরিশ্রম করতে হবে।’ জামাল আরও যোগ করেন, ‘কাতার বড় দল। তাদের বিরুদ্ধে খেলতে আমরা মুখিয়ে আছি। আমাদের দলের ফিটনেস লেভেল আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। কয়েকদিনের মধ্যে আরও উন্নতি হবে।’ জামালের মতো প্রায় একই কথা বলেছেন দলের নতুন ম্যানেজার আমের খান, ‘যদি দেখা যায় জীবনের ইনজুরি ইমপ্রুভ করেছে, তাহলে কোচ বা প্লেয়ার আরও কাউকে নিয়ে আমরা জয়েন করতে পারি। আমাদের স্কোয়াড ছিল ২৭ জনের। সেখান থেকে আমাদের দু’জন খেলোয়াড় এখন কমে গেছে। কাজেই এখন যারা আছে তাদের নিয়েই আমাদের কাতার যাত্রা করতে হবে।’ শুধু দু’জন ফুটবলারই নয়, দলের হেড কোচ জেমি ডেকেও দলের সঙ্গে নিতে পারেনি বাংলাদেশ দল। খবরটা পুরনো, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এই ইংলিশ কোচ। কাতারের বিপক্ষে এ্যাওয়ে ম্যাচ খেলার আগে প্রায় সপ্তাহ দু’য়েক সময় হাতে পাচ্ছে বাংলাদেশ দল। এর মধ্যে যদি আবারও করোনা টেস্ট করিয়ে নেগেটিভ হতে পারেন তাহলে হয়তো জেমি দলের সঙ্গে কাতারে যোগ দিলেও দিতে পারেন। এমন ক্ষীণ একটা সম্ভাবনা অবশ্য রয়েছে। কাতারের মাঠে কাতারের বিপক্ষে ম্যাচ। তাই এই ম্যাচকে অনেক বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বাংলাদেশ ফুটবল দলের অভিজ্ঞ গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা, ‘নেপালের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে আমরা যতটুকু সময় পেয়েছিলাম তা কাজে লাগিয়ে আমরা মোটামুটি ভালই খেলেছি। এখন আমরা অন্য প্লাটফর্মে, এবার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ। প্রতিপক্ষ কাতার, যারা সরাসরি ২০২২ বিশ্বকাপে খেলবে। সন্দেহ নেই, তারা অনেক শক্তিশালী দল। তাদের সঙ্গে খেলার আগে আমরা দুই সপ্তাহের সময় পাব। যেসব জায়গায় আমাদের সমস্যা আছে, কোচ সেগুলো নিয়ে কাজ করবেন। সেলফ কনফিডেন্স এবং মেন্টাল স্ট্রেংথ অনেক বড় ব্যাপার। সেভাবেই আমাদের তৈরি থাকাটা জরুরী। আশাকরি খেলোয়াড়রা সবাই নিজ নিজ জায়গা থেকে নিজেদের সেরাটাই দেবে। আমরা কাতারের সঙ্গে ভাল খেলার জন্য সবাই মানসিকভাবে প্রস্তুত আছি।’ এশিয়া অঞ্চলের ‘ই’ গ্রুপে ভারত কাতারের সঙ্গে ড্র করেছিল। দলের সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস এ প্রসঙ্গে বলেন, ‘ভারত-কাতার ম্যাচের ফল আমাদের জন্য অনুপ্রেরণার হতে পারে। জানি কাতারের মাঠ অনেক দ্রুতগতির হবে। আবহাওয়া ও পরিবেশও তাদের অনুকূলে থাকবে। কিন্তু ভারত তাদের রুখে দিয়েছিল। এটাই হবে আমাদের অনুপ্রেরণার উৎস।’ জীবনের চোট, করোনায় দোহা যাওয়া দলে নেই মানিকও, ইনজুরিমুক্ত মামুনুল হাঁটুতে চোট পাওয়ার কারণে স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবন এবং করোনা টেস্টে ‘পজিটিভ’ হওয়ার কারণে দলের সঙ্গে বিমানে উঠতে পারেননি ডিফেন্ডার মঞ্জুরুর রহমান মানিক। এছাড়া আগে থেকেই করেনো আক্রান্ত হওয়ায় দলের সঙ্গে কাতারে যেতে পারেননি দলের হেড কোচ জেমি ডে’ও। বুধবার কাতারগামী ২৭ ফুটবলারের নাম ঘোষণা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেই তালিকায় জীবনের নাম ছিল। কিন্তু রাত ১২টার দিকে হাঁটুর এমআরআই রিপোর্ট পাওয়ার পর জানা যায় জীবনের ইনজুরির মাত্রা বেশি (নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে হাঁটুতে ব্যথা পান)। দলের অস্ট্রেলিয়ান ফিজিও তখন তাকে পরামর্শ দিলে জীবন বাফুফেকে জানিয়ে দেন তিনি কাতার যাচ্ছেন না। জীবনের আগে একেবারে দল থেকে বাদ পড়েন মিডফিল্ডার মনজুরুর রহমান মানিক। বাফুফে জানিয়েছে, তিনদিন পর আবারও কোভিড টেস্ট করা হবে মানিকের। সেই টেস্টে রেজাল্ট পজিটিভ এলে কোচ মানিকের পরিবর্তে অন্য কোন খেলোয়াড় বাছাই করে তাকে কাতারে ডেকে নেবেন। উল্লেখ্য, মানিক এবং কোচ জেমি বাকি সব ফুটবলারেরই করোনার ফল নেগেটিভ এসিছিল। ডাক্তার জানিয়েছেন জীবনকে একসপ্তাহ পুরোপুরি বিশ্রাম নিতে হবে এবং তার সেরে উঠতে কমপক্ষে চার সপ্তাহ সময় লাগবে। বুধবার রাতে করোনা পরীক্ষার রিপোর্টে মানিকের ফল আসে পজিটিভ। ফলে আপাতত মানিকের কাতার যাওয়া হচ্ছে না। কয়েকদিন আইসোলোশনে থাকতে হবে চট্টগ্রাম আবাহনীর এই ডিফেন্ডারকে। তারপর আবারও করোনা পরীক্ষা হবে তার। নেগেটিভ ফল এলে তখন তাকে কাতারে পাঠানো হবে বলে বাফুফের একটি সূত্র জানিয়েছে। এর আগে কব্জির চোটে নেপালের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন আরেক মিডফিল্ডার ও সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। ইতোমধ্যেই তার চোট সেরে গেছে। ফলে কাতারগামী বিমানে ছিলেন মামুনুল। বাংলাদেশ দল ॥ আশরাফুল ইসলাম রানা, আনিসুর রহমান জিকো, পাপ্পু হোসেন, তপু বর্মণ, ইয়াসিন খান, বিশ্বনাথ ঘোষ, সুশান্ত ত্রিপুরা, রহমত মিয়া, রিয়াদুল হাসান, ইয়াসিন আরাফাত, মানিক হোসেন মোল্লা, জামাল ভুঁইয়া, আতিকুর রহমান ফাহাদ, মামুনুল ইসলাম, সোহেল রানা, রবিউল হাসান, বিপলু আহমেদ, মাহবুবুর রহমান সুফিল, মোহাম্মদ ইব্রাহিম, সাদউদ্দিন, তৌহিদুল আলম সবুজ, রায়হান হাসান, রাকিব হোসেন, এমএস বাবলু, সুমন রেজা।
×