ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু টি২০ কাপ ॥ তরুণ ক্রিকেটারদের প্রতিভা প্রদর্শনের সুযোগ

প্রকাশিত: ২৩:৪৭, ১৮ নভেম্বর ২০২০

বঙ্গবন্ধু টি২০ কাপ ॥ তরুণ ক্রিকেটারদের প্রতিভা প্রদর্শনের সুযোগ

স্পোর্টস রিপোর্টার ॥ কোন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বা লীগ হলে তরুণ ক্রিকেটারদের প্রতিভা দেখানোর সুযোগ কমই মিলে। কারণ বিদেশী ক্রিকেটার দলে থাকে। তারাই একাদশের অর্ধেকটা জায়গা দখল করে নেয়। এবার ২৪ নবেম্বর শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু টি২০ কাপে কোন বিদেশী ক্রিকেটার নেই। তাতে করে তরুণ ক্রিকেটারদের প্রতিভা দেখানোর সুযোগ মিলবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বেক্সিমকো ঢাকার কোচ খালেদ মাহমুদ সুজন তাই মনে করছেন। তিনি বলেছেন, ‘তরুণ ক্রিকেটারদের জন্য এটি খুবই ভাল সুযোগ। যখন বিপিএল শুরু হয়, বিদেশী ক্রিকেটারদের কারণে আমাদের তরুণ বোলাররা গুরুত্বপূর্ণ সময় বোলিং করতে পারে না। ফলে ডেথ ওভারে আমরা ভাল বোলার খুঁজে বের করতে পারিনি। আমরা এই টুর্নামেন্ট থেকে কিছু প্রতিভাবান ক্রিকেটার পেতে পারি। অনেক তরুণ ক্রিকেটারকে এই আসরে নিজেদের বিসিবির সামনে প্রমাণ করতে হবে।’ শুধু তরুণ ক্রিকেটারদের প্রতিভা দেখানোই নয়, বোলাররাই নয়, ব্যাটসম্যানদের প্রতিভা দেখানোরও সুযোগ মিলবে। সুজন বলেছেন, ‘নিজেদের প্রমাণের ভাল সুযোগ পেয়েছে তরুণ ক্রিকেটাররা। তারা চার ও পাঁচ নম্বরের মতো গুরুত্বপূর্ণ জায়গায় ব্যাট করবে এবং ম্যাচ শেষ করে আসতে হবে। এটি তাদের দক্ষতার পরীক্ষা। এই টুর্নামেন্ট থেকে তারা অনেক কিছুই শিখতে পারবে। তারা কিভাবে চাপকে সামাল দিতে পারে সেটিই দেখার বিষয়। এতে ক্রিকেটাররাও স্পটলাইটে আসবে, দেশের ক্রিকেটের জন্যও ভাল হবে।’ টুর্নামেন্টটি একইসঙ্গে বাংলাদেশ ক্রিকেটকেও উপকৃত করবে। কারণ টিম ম্যানেজমেন্ট অবশ্যই আরও কিছু ক্রিকেটারকে খুঁজে পাবে, যারা জাতীয় দলে কিছু জায়গা পূরণ করবে। পাঁচ দলের টুর্নামেন্ট হবে বঙ্গবন্ধু টি২০ কাপ। ৮০ ক্রিকেটার দলে সুযোগ পেয়েছেন। ক্রিকেটারদের মধ্যে জেমকন খুলনায় হাসান মাহমুদ, রিশাদ হোসেন, বেক্সিমকো ঢাকায় তানজিদ হাসান তামিম, মেহেদী হাসান রানা, নাঈম শেখ, আকবর আলী, ফরচুন বরিশালে তৌহিদ হৃদয়, সুমন খান, গাজী গ্রুপ চট্টগ্রামে শরিফুল ইসলাম, সঞ্জিত সাহা, মেহেদী হাসান, মিনিস্টার গ্রুপ রাজশাহীতে শেখ মেহেদী হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধদের দিকে নজর থাকবে। সুজন মনে করছেন, ‘এখান থেকে আমরা বেশ কিছু তরুণ ক্রিকেটার হয়তো খুঁজে পাব। অনেক তরুণ ক্রিকেটারকে আমরা দেখতে পাব এখানে যারা হয়তো নিজেদের প্রমাণ করতে পারবে। এটা আমাদের জন্য বড় প্লাস পয়েন্ট হবে। এই ধরনের লোকাল টুর্নামেন্ট আমরা নিয়মিত করতে পারলে এই ফরমেটেও ভাল ক্রিকেটার বের করে আনতে পারব।’
×