ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কর্ণফুলীতে হাইড্রোলিক ও হাইড্রোলজিক্যাল সমীক্ষা চালাবে যুক্তরাজ্যের প্রতিষ্ঠান

প্রকাশিত: ২৩:৪০, ১৮ নভেম্বর ২০২০

কর্ণফুলীতে হাইড্রোলিক ও হাইড্রোলজিক্যাল সমীক্ষা চালাবে যুক্তরাজ্যের প্রতিষ্ঠান

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামের কর্ণফুলী নদীর হাইড্রোলিক ও হাইড্রোলজিক্যাল সমীক্ষার কাজ করবে যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক সংস্থা এইচআর ওয়্যালিংফোর্ড। মঙ্গলবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে এ ব্যাপারে চুক্তি স্বাক্ষর হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চাটারটন ডিকসন, বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এসএম আবুল কালাম আজাদ, উর্ধতন কর্মকর্তাবৃন্দ এবং পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। চট্টগ্রাম বন্দর জনসংযোগ বিভাগ সূত্র জানায়, কর্ণফুলী নদী দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দরের লাইফ লাইন হিসেবে পরিচিত। এ নদীর সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে দুপাশের সুবিধাজনক স্থানে বন্দর সংশ্লিষ্ট অবকাঠামো তৈরি এবং নদীতে বর্তমানের চেয়ে অধিকতর বড় বাণিজ্যিক জাহাজ আনার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সমীক্ষা পরিচালনার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।
×