ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিয়েবাড়িতে চাঁদাবাজি, দুই সাংবাদিক আটক

প্রকাশিত: ২১:১৩, ১৮ নভেম্বর ২০২০

বিয়েবাড়িতে চাঁদাবাজি, দুই সাংবাদিক আটক

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১৭ নবেম্বর ॥ ভোলায় বাল্য বিয়ের কথা বলে চাঁদাবাজি করতে গিয়ে দুই কথিত সাংবাদিক পুলিশের হাতে আটক হয়েছে। সোমবার রাতে জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯ এ ভুক্তভোগীরা ফোন দিলে পুলিশ অর্জুন চন্দ্র দে ও তার সহযোগী রাসেলকে ঘটনাস্থল থেকে আটক করে। ভোলা থানার ওসি এনায়েত হোসেন মঙ্গলবার সকালে জানান, এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে ভোলা সদর থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ স্থানীয় ও ভুক্তভোগীরা জানান, সদর উপজেলার ধনিয়া ইউনয়নের বেধে সম্প্রদায়ের জেলে শানু সরদারের মেয়ের বিয়ের আয়োজন চলে। এ সময় অনলাইন পত্রিকার কথা বলে ভুয়া সাংবাদিক সুমন ও পারভেজ ওই বিয়েবাড়িতে গিয়ে বাল্য বিয়ে হচ্ছে বলে ৫ হাজার টাকা দাবি করেন। এ সময় স্থানীয়দের মধ্যস্থতায় এক হাজার পাঁচশত টাকা তাদের দিলে তারা চলে যায়। এ ঘটনার পর কথিত সাংবাদিক অর্জুন চন্দ্র দে ও তার ক্যামেরাম্যান রাসেল গিয়ে বাল্য বিয়ের কথা বলে ৬ হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে তারা পুলিশকে জানিয়ে দিবে বলেও ভয়ভীতি প্রদর্শন করে। তখন মেয়ে পক্ষ জানায়, তাদের মেয়ের বাল্য বিয়ে হচ্ছে না। তারপরও তারা ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করতে থাকে। তখন স্থানীয় মেম্বর খবর পেয়ে ঘটনাস্থলে যান। তাদের সাংবাদিক হিসেবে কেউ চিনতে না পারায় সন্দেহ হলে তাদের আটকে রেখে ৯৯৯ নম্বরে ফোন দেয়। পরে পুলিশ রাত ৯টার দিকে কথিত ওই ২ সাংবাদিককে আটক করে।
×