ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

হামদর্দের মাসিক বিক্রয় সম্মেলন

প্রকাশিত: ২৩:৪৫, ১৭ নভেম্বর ২০২০

হামদর্দের মাসিক বিক্রয় সম্মেলন

হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের নবনিযুক্ত পরিচালকের (মার্কেটিং) সঙ্গে পরিচয় পর্ব ও মার্কেট সম্প্রসারণ নীতিমালা বিষয়ক মাসিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের চীফ মোতাওয়াল্লি ও ব্যবস্থাপনা পরিচালক, হামদর্দ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ও মোতাওয়াল্লি মোহাম্মদ জামাল উদ্দিন রাসেল। সভাপতিত্ব করেন নবনিযুক্ত পরিচালক (মার্কেটিং) মোহাম্মদ শরীফুল ইসলাম। অনুষ্ঠানে ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, বাংলাদেশের ঘরে ঘরে স্বাস্থ্য সেবাকে পৌঁছে দিতে হামদর্দের সর্বস্তরের বিপণনকর্মীদের আরও সক্রিয় হতে হবে। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, শুধু মুনাফা নয়, হামদর্দ শত বছর ধরে মানুষের হৃদয়ে যে আস্থা অর্জন করেছে, তা কেবল সেবার মানসিকতার কারণেই সম্ভব হয়েছে। রাজধানীর বাংলামোটরে হামদর্দ প্রধান কার্যালয়ের হামদর্দ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন হামদর্দের সিনিয়র পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ আনিসুল হক, পরিচালক (প্রশাসন) অধ্যাপক হাকীম শিরী ফরহাদ, হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশের পরিচালক লে. কর্নেল (অব) মাহবুবুল আলম চৌধুরী, পরিচালক (প্রটোকল এ্যান্ড লিগ্যাল এ্যাফেয়ার্স) মেজর (অব) ইকবাল মাহমুদ চৌধুরী, উপ-পরিচালক (মার্কেটিং) ডাঃ আবুল তৈমুর চৌধুরীসহ হামদর্দের বিভিন্ন পর্যায়ের বিপণন কর্মকর্তারা। -বিজ্ঞপ্তি
×