ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রতারিত প্রবাসী বাংলাদেশীদের চাকরির ব্যবস্থা করছে ব্রুনাই হাইকমিশন

প্রকাশিত: ০০:৫৮, ১২ নভেম্বর ২০২০

প্রতারিত প্রবাসী বাংলাদেশীদের চাকরির ব্যবস্থা করছে ব্রুনাই হাইকমিশন

জনকণ্ঠ ডেস্ক ॥ দালাল ও মানবপাচার চক্রের মাধ্যমে ব্রুনাই গিয়ে বনজঙ্গল ও রাস্তায় ঘুরছেন শত শত প্রবাসী। কাজ না পেয়ে প্রতারিত এসব বাংলাদেশীর অনেকেই দ্বারস্থ হচ্ছেন ব্রুনাইয়ের বাংলাদেশ হাইকমিশনে। বিপুল টাকা খরচ করে বুকভরা স্বপ্ন দিয়ে বিদেশ গিয়ে এখন অনেকেই দিশেহারা। প্রতারিত হওয়া এসব বাংলাদেশীকে ব্রুনাইয়ে চাকরি দেয়ার উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ হাইকমিশন। ব্রুনাইয়ের বিভিন্ন কোম্পানির সঙ্গে যোগাযোগ করে কর্মসংস্থান করে দিচ্ছেন হাইকমিশনের কর্মকর্তারা। খবর অনলাইনের। হাইকমিশনের তত্ত্বাবধানে শ্রম উইংয়ের উদ্যোগে বুধবার বাংলাদেশ হাইকমিশন চত্বরে জব ফেয়ারের আয়োজন করা হয়। প্রথম দিনে শতাধিক বেকার প্রতারিত হওয়া প্রবাসী এতে অংশ নেন। তাদের মধ্য থেকে ৬৫ জনকে তিনটি কোম্পানিতে চাকরি নিশ্চিত করা গেছে বলে জানিয়েছেন শ্রম উইংয়ের ফার্স্ট সেক্রেটারি মোঃ জিলাল হোসেন। তিনি জানান, প্রতারিত হয়ে আসা বাংলাদেশীদের ব্রুনাইয়ের বিভিন্ন কোম্পানিতে চাকরি পাইয়ে দেয়ার জন্য এই জব ফেয়ারের আয়োজন করা হয়েছিল। কিন্তু এত প্রবাসী ভিড় করেছেন যে, একদিনে হচ্ছে না। আমরা শুক্রবার পর্যন্ত এটা চালু রাখব। আমরা প্রায় ৫০০ বাংলাদেশীকে বিভিন্ন কোম্পানিতে চাকরির ব্যবস্থা করব। ইতোমধ্যে কয়েকটি কোম্পানির সঙ্গে কথা বলেছি। তারা রাজি হয়েছেন।
×