ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু বেসরকারী খাতকে সহযোগিতা করেছেন ॥ সালমান এফ রহমান

প্রকাশিত: ০০:৩২, ১২ নভেম্বর ২০২০

বঙ্গবন্ধু বেসরকারী খাতকে সহযোগিতা করেছেন ॥ সালমান এফ রহমান

জনকণ্ঠ ডেস্ক ॥ বঙ্গবন্ধু বেসরকারী খাতের পক্ষে ছিলেন না, এ কথার যৌক্তিকতা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারী খাতবিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান। বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে দেয়া বক্তব্যে তিনি একথা জানান। এ সময় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। খবর বাংলানিউজের। সালমান এফ রহমান বলেন, অনেকে মনে করেন বঙ্গবন্ধু বেসরকারী খাতের পক্ষে ছিলেন না। আমি কাছ থেকে দেখেছি বঙ্গবন্ধু কীভাবে বেসরকারী খাতকে সহযোগিতা করেছেন। কারণ আমি বঙ্গবন্ধুর ছেলে শেখ কামালের ঘনিষ্ঠ বন্ধু ছিলাম। স্বাধীনতার পর আমরা যখন বেক্সিমকো শুরু করলাম তখন বঙ্গবন্ধুর কাছে গিয়ে বললাম আমরা বেসরকারীভাবে একটি কোম্পানির সঙ্গে বাটা শুরু করতে চাই। তখন তিনি অনুমতি দিয়েছিলেন। তখন বাংলাদেশ থেকে চা রফতানি হতো না। ‘বঙ্গবন্ধু বেসরকারী খাতে এনে অপ্রচলিতভাবে চা-কে রফতানি পণ্য করলেন। এতে বোঝা যায় কত দূরদর্শী ছিলেন। তিনি তখন রফতানি বহুমুখীকরণ করার কথা চিন্তা করেছিলেন এবং বেসরকারী খাতকে দায়িত্ব দিয়েছিলেন। অনেকে বলেন বঙ্গবন্ধু বেসরকারী খাতের পক্ষে ছিলেন না। আমি একথার যৌক্তিকতা খুঁজে পাই না।’ তিনি আরও বলেন, বাংলাদেশকে আধুনিক রাষ্ট্র গড়ার রূপরেখা তিনি তৈরি করে গিয়েছিলেন। বঙ্গবন্ধুর মতো বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বেসরকারী খাতকে উৎসাহিত করেন।
×