ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাউফলে নদীভাঙ্গনে বাড়িঘর ও জমি বিলীন

প্রকাশিত: ২১:৪৬, ১০ নভেম্বর ২০২০

বাউফলে নদীভাঙ্গনে বাড়িঘর ও জমি বিলীন

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৯ নবেম্বর ॥ বাউফলের কাছিপাড়া ইউনিয়নের কারখানা নদীর অব্যাহত ভাঙ্গনে বিলীন হয়ে যাচ্ছে আবাদি জমি, বাড়িঘর ও শিক্ষা প্রতিষ্ঠান। এই নদীর তীরবর্তী মানুষগুলো এখন নির্ঘুম রাত কাটাচ্ছে। গত কয়েক দিনে শতাধিক পরিবারের ভিটাবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। জানা গেছে, বর্ষা মৌসুম শুরু হওয়ার পর কারখানা নদীর ভাঙ্গন ভয়াবহ আকার ধারণ করে। বাহেরচর লঞ্চ ঘাট থেকে পশ্চিম-কাছিপাড়া পর্যন্ত কারখানা নদীর অব্যাহত ভাঙ্গন অব্যাহত রয়েছে। ওই সব এলাকার মানুষজন এখন ভাঙ্গনের হাত থেকে রক্ষা পেতে তাদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান অন্যত্র সরিয়ে নিচ্ছেন। সরেজমিন কারখানা, পশ্চিম কাছিপাড়া ও বাহেরচর লঞ্চঘাট এলাকায় গিয়ে দেখা গেছে, কারখানা নদীর হিংস্র থাবায় বাহেরচর লঞ্চঘাট থেকে দক্ষিণ ও পশ্চিম কাছিপাড়া, কারখানা লঞ্চঘাট পর্যন্ত কয়েক শ’ হেক্টর আবাদি জমি, বসতবাড়ি, ঈদগা মাঠ, বৈদ্যুতিক খাম্বাসহ বহু গাছগাছালি, নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বিশেষ করে কাছিপাড়া ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডে অবস্থিত ৩টি সরকারী প্রাইমারী স্কুল ও একটি কমিউনিটি ক্লিনিক ভয়াবহ ভাঙ্গনের মুখে পড়েছে। কাছিপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য সেলিম হাওলাদার বলেন, ‘আমার ১নং ওয়ার্ডের প্রায় ৪০-৫০ টি পরিবার নদীর ভাঙ্গনে সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। তাদের ফসলি জমি বিলীন হয়ে গেছে ।
×