ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জিম্বাবুইয়েকে উড়িয়ে সিরিজ পাকিস্তানের

প্রকাশিত: ২২:৪০, ৯ নভেম্বর ২০২০

জিম্বাবুইয়েকে উড়িয়ে সিরিজ পাকিস্তানের

স্পোর্টস রিপোর্টার ॥ টানা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখেই টি২০ সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান। রবিবার রাওয়ালপিন্ডিতে জিম্বাবুইয়েকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাবর আজমের দল। হারিস রউফ (৩/৩১) ও উসমান কাদিরের (৩/২৩) দুর্দান্ত বোলিংয়ের মুখে সফরকারী কোন ব্যাটসম্যানই স্কোর বড় করতে পারেনি। ওয়েসলি মাদভেরি ২৪, অধিনায়ক চামু চিভাবা ১৫ রান করে আউট হন। ৩২ রানে অপরাজিত থাকেন রায়ান বুর্ল। ২০ ওভারে ৭ উইকেটে ১৩৪ রানে থামে জিম্বাবুইয়ের সংগ্রহ। জবাবে দ্রুত ফখর জামানকে (৫) হারালেও ব্যাট হাতে ঝড় তোলেন বাবর আজম ও হায়দার আলি। টানা দ্বিতীয় হাফ সেঞ্চুরির পথে ২৮ বলে ৫১ রান করে ফেরেন বাবর আজম। পাকিস্তান অধিনায়ক তার ইনিংসটি সাজান ৫ চার ও ১টি বিশাল ছক্কা দিয়ে। আর ৪৩ বলে ৬ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৬৬ রান করে জয় নিয়ে মাঠ ছাড়েন ম্যাচের নায়ক হায়দার আলি। খুশদিল শাহ অপরাজিত থাকেন ব্যক্তিগত ১১ রান নিয়ে। ১৫.১ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান (১৩৭/২)। সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটে জিতেছিল স্বাগতিকরা। একই ভেন্যুতে আনুষ্ঠানিকতার তৃতীয় ও শেষ টি২০ মঙ্গলবার। উল্লেখ্য, এর আগে তিন ম্যাচের ওয়ানডে ২-১এ জিতে নেয় বাবরের পাকিস্তান।
×