ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্যারিসে নাদালকে হারিয়ে জেভরেভের চমক

প্রকাশিত: ২২:৪০, ৯ নভেম্বর ২০২০

প্যারিসে নাদালকে হারিয়ে জেভরেভের চমক

স্পোর্টস রিপোর্টার ॥ সুদীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন রাফায়েল নাদাল। কিন্তু প্যারিস মাস্টার্সের ট্রফিটা উঁচিয়ে ধরা হয়নি তার। সেই আক্ষেপ ঘুচানোর লক্ষ্য নিয়েই এবার প্যারিস যাত্রা করেছিলেন স্পেনের এই টেনিস তারকা। কিন্তু এবারও হলো না রাফার। শনিবার প্যারিস মাস্টার্সের সেমিফাইনালেই যে হেরে গেছেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক এই নাম্বার ওয়ান। টুর্নামেন্টের টপ ফেবারিট রাফায়েল নাদালকে পরাজিত করে প্যারিস মাস্টার্স টেনিসের ফাইনালে পৌঁছে গেছেন আলেক্সান্ডার জেভরেভ। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাত নম্বরে থাকা এই জার্মান তারকা শেষ চারের লড়াইয়ে ৬-৪ এবং ৭-৫ গেমের সরাসরি সেটে নাদালকে পরাজিত করে ফাইনালের টিকেট কাটেন। বর্তমান বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের দুই নম্বরে থাকা রাফাকে হারিয়ে দারুণ খুশি জার্মান তারকা। এ প্রসঙ্গে ম্যাচশেষে জেভরেভ বলেন, ‘আমি সত্যিই দারুণ খুশি। করোনার পর পুনরায় টেনিস শুরু হওয়ার পর যেভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছি তাতে আমি সন্তুষ্ট।’ সদ্য সমাপ্ত ফ্রেঞ্চ ওপেনে ক্যারিয়ারের ২০তম মেজর শিরোপা জয়ের স্বাদ পান রাফায়েল নাদাল। আর তাতেই ২০ গ্র্যান্ডস্লাম জয়ী রজার ফেদেরারের রেকর্ডে ভাগ বসান তিনি। স্প্যানিশ তারকা নাদালের বিপক্ষে এ নিয়ে ক্যারিয়ারের দ্বিতীয়বারের মতো সরাসরি সেটে জয়ী হবার কৃতিত্ব দেখালেন জেভরেভ।
×