ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে স্মরণ সভা

বঙ্গবন্ধুর আদর্শের প্রতি আনুগত্যে বাবু ছিলেন অনুকরণীয়

প্রকাশিত: ২৩:৩০, ৫ নভেম্বর ২০২০

বঙ্গবন্ধুর আদর্শের প্রতি আনুগত্যে বাবু ছিলেন অনুকরণীয়

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ, দল ও দলের নেত্রীর প্রতি আজীবন আনুগত্যের কারণে আখতারুজ্জামান চৌধুরী বাবু একজন অনুকরণীয় রাজনৈতিক ব্যক্তিত্ব। দলের দুঃসময়েও তিনি তার আদর্শের প্রশ্নে আপোস করেননি। এমন নেতাদের দেখানো পথ অনুসরণ করেই আমাদের এগিয়ে যেতে হবে। প্রয়াত আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান চৌধুরী বাবুর স্মরণ সভায় বক্তারা কথাগুলো বলেন। বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে বঙ্গবন্ধু হলে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক হানিফ। বিশেষ অতিথি ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আখতারুজ্জামান চৌধুরী বাবুর পুত্র ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালাম, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা শাহজাদা মহিউদ্দিন, বিজয় কুমার বড়ুয়া, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি চেমন আরা তৈয়ব, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এম মোতালেবসহ দল ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। মাহবুবুল হক হানিফ বলেন, প্রয়াত নেতা আখতারুজ্জামান চৌধুরী বাবু এবং এবিএম মহিউদ্দিন চৌধুরীর মতো নেতাদের আদর্শ ধারণ করেই আমাদের রাজনীতি করতে হবে, তাদের পথ অনুসরণ করতে হবে। দলের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, আখতারুজ্জামান চৌধুরী বাবু বঙ্গবন্ধুর আদর্শের সঙ্গে কখনও বেঈমানী করেননি। দল ও নেত্রীর প্রতি তার আনুগত্য ছিল ঈর্ষা করার মতো। তিনি বলেন, আওয়ামী লীগ কখনই নতজানু হয়ে রাজনীতি করেনি, ভবিষ্যতেও করবে না। এদিকে, মরহুমের গ্রামের বাড়ি আনোয়ারা হাইলধর গ্রামেও আখতারুজ্জামান বাবুর পরিবারের পক্ষ থেকে নানা কর্মসূচী পালিত হয়। এরমধ্যে ছিল সমাধিতে পুষ্পমাল্য অর্পণ, কবর জিয়ারত, দোয়া মাহফিল ইত্যাদি। এ সময় উপস্থিত ছিলেন প্রয়াত নেতার জ্যেষ্ঠ পুত্র ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান, সাধারণ সম্পাদক এম এ মালেক, মরহুমের আত্মীয় স্বজন, প্রতিবেশী, শুভাকাক্সক্ষী, পরিবারের সদস্য এবং আনোয়ারা-কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
×