ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

প্রকাশিত: ২৩:৩১, ৪ নভেম্বর ২০২০

প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

১৮ অক্টোবর দৈনিক জনকণ্ঠে প্রকাশিত ‘শীর্ষ নেতৃবৃন্দের বিবৃতি ॥ ধর্মীয় অনুভূতিতে আঘাত বৌদ্ধ সমাজ কখনই সমর্থন করে না’ শীর্ষক প্রকাশিত বিবৃতির প্রেক্ষিতে লিগ্যাল নোটিস পাঠিয়েছেন গয়ানাসরনা মঠের ভিক্ষু শরণংকরের পক্ষে এ্যাডভোকেট রবীন্দ্রনাথ ঘোষ। এটি প্রাপ্তির তিন দিনের মধ্যে প্রকাশ করতে বলা হয়েছে। লিগ্যাল নোটিসে বলা হয়েছে, ভিক্ষু শরণংকর বৌদ্ধ ধর্মের একজন স্বনামধন্য নেতা। তার বিরুদ্ধে কে বা কারা উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা বিবৃতি দিয়েছেন। এতে আমার মক্কেলের সুনাম নষ্ট হয়েছে। এটি অনভিপ্রেত ও দুঃখজনক। নোটিসে বলা হয়, চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বৌদ্ধ বিহার স্থাপনের নামে ভিক্ষু শরণংকরের অবৈধভাবে সংরক্ষিত বনভূমি দখল, পাহাড় ও গাছপালা কাটার সমালোচনা করে বিবৃতি দিয়েছেন বৌদ্ধ সম্প্রদায়ের শীর্ষ সংগঠনগুলো নেতারা। বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইচ চেয়ারম্যান সুপ্ত ভূষণ বড়ুয়ার স্বাক্ষরে প্রেরিত ও বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ঢাকার কমলাপুর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বুদ্ধপ্রিয় মহাথের, বুড্ডিস্ট ফেডারেশনের সভাপতি বিব্যেন্দু বিকাশ চৌধুরী বড়ুয়া, সাধারণ সম্পাদক ঢাকা আন্তর্জাতিক অধ্যক্ষ ভিক্ষু সুনন্দপ্রিয় ও বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মহাসচিব সাবেক ডিআইজি অমর বড়ুয়া স্বাক্ষরিত তিন পৃষ্ঠার বিবৃতিতে এ কর্মকা-কে তার বৌদ্ধ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সমর্থনযোগ্য নয় বলে বর্ণনা করেন। বিবৃতিতে আরও বলা হয়, এর পরপরই কেউ কেউ বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য একে রাজনৈতিক রূপ দেয়ার অপচেষ্টা করেন। অন্যদিকে লিগ্যাল নোটিসের সঙ্গে পাঠানো বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি শ্রীমৎ বুদ্ধপ্রিয় মহাথের সংঘের প্যাডে স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ‘বর্তমান সময়ে রাঙ্গুনিয়া শরণংকর ভিক্ষুকে নিয়ে সৃষ্ট পরিস্থিতি সকলের সহাবস্থানের মাধ্যমে সমাধানের জন্য যে বিবৃতি প্রদান করা হয়েছে, সে বিবৃতি কে বা কারা বিকৃত করে ১৮ অক্টোবর ২০২০, দেশের বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশ করেছেন। সে বিষয় আমি বাংলাদেশের বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি হয়ে প্রতিবাদ জানাচ্ছি। কারণ আমরা যে বিবৃতি দিয়েছি, একটা সমাধানের মাধ্যমে সুন্দর সমাধান হোক এটিই ছিল আমাদের মূল বিবৃতি। তাই সকলকে এ বিষয় নিয়ে কোন রকমের বিরূপ প্রতিক্রিয়া না করার অনুরোধ জানাচ্ছি। আমরা একটি শান্তিপূর্ণ সমাধান চাই। এ বিষয়ে সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন।’
×