ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরা জজ কোর্টের পিপির দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত: ২১:৪০, ৪ নভেম্বর ২০২০

সাতক্ষীরা জজ কোর্টের পিপির দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল লতিফের অনিয়ম দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কুশপুতুল দাহ করা হয়েছে। সাতক্ষীরা জেলা আওয়ামী আইনজীবী পরিষদের ব্যানারে মঙ্গলবার সকাল ১০টায় জজ কোর্টের শহীদ মিনার পাদদেশে এই কর্মসূচী পালন করা হয়। সমাবেশ থেকে অভিযোগ করে বলা হয়, সরকারী আইন কর্মকর্তা নিয়োগের নামে ঘুষ গ্রহণ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার আসামি পক্ষের আইনজীবীকে পুরস্কৃত করে পুনরায় অতিরিক্ত পিপি নিয়োগ, পরীক্ষিত নেতাকর্মীদের বঞ্চিত করে স্বাধীনতাবিরোধীদের সরকারী আইন কর্মকর্তা নিয়োগের অভিযোগ এনে ও তাকে ঘুষখোর আখ্যায়িত করে তার পদত্যাগ দাবি করা হয়। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এবং সাবেক অতিরিক্ত পিপি আজহার হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাবেক পিপি ওসমান গণি, এডভোকেট সঞ্জয় রায় চৌধুরী, এডভোকেট সাহেদুজ্জামান সাহেদ, সাবেক অতিরিক্ত জিপি নওশেল আলী প্রমুখ। ফটিকছড়ি ১০ দোকান ভস্মীভূত নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি, ৩ নবেম্বর ॥ উপজেলার মাইজভা-ার দরবার শরীফের রাস্তার মাথায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১০ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার রাত ১০টার সময় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ঘটনার প্রায় ৪০ মিনিট পর ফায়ার সার্ভিস এলেও ততক্ষণে ১০টি দোকান ভস্মীভূত হয়ে যায়। এতে ক্ষতির পরিমাণ আনুমানিক ৩৫ লক্ষাধিক টাকা। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করছেন স্থানীয়রা। পুড়ে যাওয়া দোকানগুলো হলো- সাবলুর হার্ডওয়ারের দোকান, ইসমাইলের ডেকোরেশন দোকান, ইয়াছিনের নার্সারি, পিন্টুর ফার্মেসি, মাহাবুবের সাউন্ড সিস্টেম, শরিফের সেলুন, পারভেজের মোবাইলের দোকান এবং এরশাদের সারের দোকান। নোয়াখালীতে ১০ দোকান নিজস্ব সংবাদদাতা নোয়াখালী থেকে জানান, সেনবাগে অগ্নিকা-ে ১০ দোকানের মূল্যবান মালামাল পুড়ে অন্তত ৩০-৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার সকাল উপজেলার বীজবাগ ইউনিয়নের খলিল মিয়ারহাট বাজারের হক মার্কেটে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নজরুল ইসলাম জানান, মার্কেটের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তার ছিঁড়ে মার্কেটে পড়লে এ আগুনের সূত্রপাত ঘটে। এ সময় দোকানে থাকা কয়েকটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। চট্টগ্রাম বন্দরে অবৈধ স্থাপনা উচ্ছেদ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জায়গায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো পরিচালিত হয়েছে উচ্ছেদ অভিযান। এদিন গুঁড়িয়ে দেয়া হয় শতাধিক অবৈধ স্থাপনা। উদ্ধার করা হয় আরও এক একর ভূমি। চট্টগ্রাম বন্দর কর্র্তৃপক্ষের অথরাইজড অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈর নেতৃত্বে মঙ্গলবার দুপুরে নিউমুরিং তক্তারপুল এলাকার এমপিবি গেট থেকে নেভিগেট পর্যন্ত এলাকায় এ অভিযান পরিচালিত হয়। বন্দরের সহকারী এস্টেট ম্যানেজার মোঃ সিহাব উদ্দিন, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা কর্মচারী, ২০ জন শ্রমিক ও আনসার বাহিনীর ২৫ সদস্য এ অভিযানে অংশ নেন। এর আগে গত সোমবার একই এলাকায় অভিযান চালিয়ে উচ্ছেদ করা হয় ১৫০টি অবৈধ স্থাপনা।
×