ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ২১:৩৪, ১ নভেম্বর ২০২০

টুকরো খবর

রাসিকে অন্তর্ভুক্ত করার দাবি স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ সম্প্রসারিত মেট্রোপলিটন এলাকাকে রাজশাহী সিটি কর্পোরেশনে (রাসিক) অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এই মানববন্ধনের আয়োজন করে রাসিক সংলগ্ন পৌরসভা ও ইউনিয়নসমূহের সর্বস্তরের জনসাধারণ। পরিচ্ছন্নতা সেবা সঠিকভাবে ও সঠিক সময়ে পাওয়াসহ দ্বৈত শাসন ব্যবস্থা থেকে মুক্তির লক্ষ্যে এই মানববন্ধন করা হয় বলে জানান আয়োজকরা। এ সময় বক্তারা বলেন, একদিকে উপজেলা প্রশাসন অন্যদিকে মেট্রোপলিটন এলাকা এবং বিচারিক আদালত মেট্রো হওয়ায় বর্তমানে আমরা দ্বৈত শাসন ব্যবস্থায় পরিচালিত হচ্ছি। আমরা এই দ্বৈত শাসন থেকে মুক্তি চাই। বক্তারা আরও বলেন, রাজশাহী মেট্রোপলিটন এলাকা সম্প্রসারণের মাধ্যমে চারটি থানা থেকে ১২টি থানা করা হয়েছে। ফলে সম্প্রসারিত এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির আমূল পরিবর্তন হয়েছে এবং এলাকাবাসী এর সুফল পাচ্ছেন। তাই সম্প্রসারিত রাজশাহী মেট্রোপলিটন (আরএমপি) এলাকাভুক্ত কাটাখালী পৌরসভা, শাহমখদুম, পবা ও এয়ারপোর্ট থানার নওহাটা ইউনিয়ন, পারিলা ইউনিয়ন, হরিয়ান ইউনিয়ন, বেলপুকুর থানার বেলপুকুর ইউনিয়নের ও পুঠিয়া থানার বানেশ্বর ইউনিয়নের বিভিন্ন এলাকাকে রাসিকে অন্তর্ভুক্ত করার জোর দাবি জানান তারা। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল বারী ভুলুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন ইউসুফপুর ইউপি চেয়ারম্যান আলহাজ শফিউল আলম রতন, হরিয়ান ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইয়াসিন আলী, সভাপতি সাইদুর ইসলাম বাদল, কাটাখালী পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোতালেব মোল্লা প্রমুখ। পাল্টা সংবাদ সম্মেলন নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৩১ অক্টোবর ॥ বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট গাইবান্ধা জেলার দায়িত্বপ্রাপ্ত ট্রাস্টি বিশ্বনাথ সরকার বিটুর বিরুদ্ধে ভিত্তিহীন ও বানোয়াট তথ্য সংবলিত উদ্দেশ্যমূলক সংবাদ সম্মেলনের প্রতিবাদে শনিবার গাইবান্ধা প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সাদুল্লাপুর উপজেলা শাখা এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে পূজা উদযাপন পরিষদ সাদুল্যাপুর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রমনী কান্ত সরকার লিখিত বক্তব্যে উল্লেখ করেন, বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট গাইবান্ধা জেলার দায়িত্বপ্রাপ্ত ট্রাস্টি বিশ্বনাথ সরকার বিটু একজন নির্লোভ ব্যক্তি এবং বিশিষ্ট ধর্মীয় ও রাজনৈতিক নেতা। তার বিরুদ্ধে গত ২৭ অক্টোবর যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় তা ষড়যন্ত্রমূলক, মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক। তাই ওই সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় পূজা উদযাপন পরিষদ সাদুল্যাপুর উপজেলা শাখা। এ সময় বক্তব্য রাখেন মোহন লাল মন্টু, রণজিৎ কুমার অধিকারী, পলাশ চন্দ্র সরকার, অনুময় চন্দ্র সরকার, শ্যামল কুমার সরকার, লিটন কুমার সরকার, নিরঞ্জন সরকার, বিদ্যুত কুমার আলো, কৈলাশ চন্দ্র, বিজয় কৃষ্ণ সরকার, বিধু বর্মন, রমেন্দ্র নাথ ম-ল ও অবিনাশ চন্দ্র দাস। ২৯ কেজি গাঁজাসহ আটক ২ স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ ফকিরহাটে ২৯ কেজি গাঁজাসহ ২ মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব-৬, খুলনা। শুক্রবার রাতে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার মূলঘর উত্তরপাড়া নামকস্থানে একটি ট্রাকে তল্লাশি করে গাঁজাসহ মাদক বিক্রেতা আটক করে র‌্যাব সদস্যরা। আটককৃতরা- দিনাজপুর জেলার কোতোয়ালি থানার দিঘনের ট্রাক চালক কামরুজ্জামান শাহা এবং পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলার ছোট সৌলার চালকের সহযোগী মোঃ রবিউল ইসলাম বায়েজিদ। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক ফকিরহাট থানায় সোপর্দ করা হয়েছে। র‌্যাব-৬ খুলনার সহকারী পরিচালক বলেন, ট্রাকে তল্লাশি করে ২৯ কেজি গাঁজা পাওয়া যায়। ট্রাকের চালক ও চালকের সহযোগীকে আমরা আটক করেছি। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক ফকিরহাট থানায় সোপর্দ করা হয়েছে। শ্রমিক লীগ নেতার স্ত্রী গ্রেফতার স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনার রূপসা সেতুর টোল প্লাজায় টোল দেয়াকে কেন্দ্র করে পুলিশ ও টোল আদায়কারীর সঙ্গে বাকবিতণ্ডা ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগে শ্রমিক লীগ নেতার স্ত্রী ফাতেমা আক্তার বিউটিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ও সড়ক বিভাগের পক্ষ থেকে শুক্রবার রাতে রূপসা থানায় দায়েরকৃত পৃথক দুটি মামলায় তাকে গ্রেফতার করা হয়। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। জানা যায়, শুক্রবার দুপুরে রূপসার শ্রমিক লীগ নেতার স্ত্রী ফাতেমা আক্তার বিউটিসহ ৭/৮ জন প্রাইভেটকার ও মোটরসাইকেযোগে রূপসা থেকে খুলনার দিকে যাচ্ছিলেন। তারা রূপসা সেতুর টোল প্লাজায় সিরিয়াল ভঙ্গ করে টোল না দিয়ে যাওয়ার চেষ্টা করলে টোল আদায়কারীর সঙ্গে বাকবিতণ্ডা হয়। তখন পুলিশ কনস্টেবল সাইদুর রহমান এগিয়ে গেলে তার সঙ্গেও বাকবিত-া হয় এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। পরে টোল প্লাজায় দায়িত্বরত অন্য পুলিশ সদস্যরা এগিয়ে গিয়ে ফাতেমা আক্তার বিউটিকে আটক করে। সাসপেন্ড আদেশ প্রত্যাহার দাবি স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ আটঘরিয়ার মাজপাড়া ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান মোঃ আব্দুল গফুর মিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করার প্রতিবাদে ও বরখাস্ত আদেশ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মাজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন মাজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইন্তাজ আলী খান, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল উদ্দীন খান, অধ্যক্ষ নাজমুল হক, মসজিদের পেশ ইমাম শরিফুল ইসলাম, প্রধান শিক্ষক আফতাব হোসেন, বাকী বিল্লাহ, অধ্যাপক রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ও প্যানেল চেয়ারম্যান আজগর আলী ম-ল, ইউপি সদস্য আব্দুল আওয়াল, ইউনুস আলী, মহিদুল্লাহ, জাবেদ আলীসহ অন্যরা। এ সময় মাজপাড়া ইউনিয়নের অন্য ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, আসন্ন ইউপি চেয়ারম্যান নির্বাচনে এলাকার একটি পক্ষ বিএনপির এক নেতাকে চেয়ারম্যান বানানোর ষড়যন্ত্রের অংশ হিসেবে আব্দুল গফুর মিয়ার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাখিল করে। এ অভিযোগকে পুঁজি করে গফুর মিযাকে বরখাস্ত করা হয়েছে সে অভিযোগটিই সঠিক না। চট্টগ্রামে অগ্নিকাণ্ড স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মহানগরীতে শুক্র ও শনিবার পৃথক দুটি অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৪টার দিকে মুরাদপুরে আছিয়া কলোনি এ্যালুমিনিয়াম কলোনিতে অগ্নিকা-ের এ ঘটনা ঘটে। এতে একটি এ্যালুমিনিয়াম কারখানা, গুদাম ও তিনটি দোকান পুড়ে যায়। অপরদিকে, শনিবার দুপুরে খুলশী জালালাবাদ হাউজিং এলাকায় একটি বসতঘরসহ ৫টি দোকান আগুনে পুড়েছে। ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, মুরাদপুরে অগ্নিকা-ের ঘটনায় তাদের দুটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অপরদিকে, খুলশী অগ্নিকা-ের ঘটনায় আগ্রাবাদ ও বায়েজিদ ফায়ার স্টেশনের ৫টি গাড়ি একঘণ্টারও বেশি সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ১৩ জুয়াড়ির জেল-জরিমানা নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৩১ অক্টোবর ॥ আইপিএল ক্রিকেট আসরকে ঘিরে কিশোরগঞ্জে সংঘটিত এক জুয়ার আড্ডায় অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে শহরের হারুয়া চৌরাস্তা মোড়ে অভিযান শেষে জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্ণব দত্ত ভ্রাম্যমাণ আদালত বসান। পরে তিনি আটক ১৩ আইপিএল জুয়াড়ির মধ্যে ১০ জনকে ৫ দিন করে কারাদ- এবং ৩ জনকে একশ’ টাকা করে জরিমানা করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, আইপিএল খেলা নিয়ে শহরের হারুয়া চৌরাস্তা মোড় এলাকায় জুয়ার আড্ডা বসে। এমন খবর পেয়ে ওই জুয়ার আড্ডায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় জুয়ার আড্ডা থেকে ১৩ জনকে আটক করে বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭ -এর ৪ ধারা অনুযায়ী উপরোক্ত জেল-জরিমানা প্রদান করা হয়। মোহনগঞ্জে সংবর্ধনা নিজস্ব সংবাদদাতা, মোহনগঞ্জ, নেত্রকোনা, ৩১ অক্টোবর ॥ নারায়ণগঞ্জ জেলা রেজিস্ট্রার মোঃ জিয়াউল হক বাংলাাদেশ রেজিস্ট্রার সার্ভিস এ্যাসোসিয়েশন এর দ্বিতীয় মেয়াদে সভাপতি নির্বাচিত হওয়ায় নিজ এলাকা নেত্রকোনার মোহনগঞ্জে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার বিকেলে মোহনগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেন মোহনগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল কাসেম আজাদ, সাধারণ সম্পাদক মাসুম আহম্মেদ। অপরদিকে শুক্রবার সন্ধ্যায় মোহনগঞ্জ সাধারণ পাঠাগারের উদ্যোগে নিজস্ব হল রুমে এক গণসংবর্ধনার আয়োজন করে। এতে মোহনগঞ্জ সাধারণ পাঠাগার, দলিল লেখক সমিতিসহ বিভিন্ন সংগঠন তাকে অভিনন্দন জানান। হাজী সুলতান আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংবর্ধিত মোঃ জিয়াউল হক, মোহনগঞ্জ পৌর মেয়র লতিফুর রহমান রতন, বীর মুক্তিযোদ্ধা মির্জা আব্দুল গণি,পাঠাগারের সাধারণ সম্পাদক মাহবুুবুর রহমান নান্টু, সদস্য মমতাজ জাহান, শাহজাহান আলম বিপ্লব। বাগান থেকে নবজাতক উদ্ধার স্টাফ রিপোর্টার, বাগেরহাটে ॥ মোরেলগঞ্জে সুপারি বাগান থেকে এক নবজাতক পুত্র সন্তানকে উদ্ধার করেছেন স্থানীয়রা। শুক্রবার সন্ধ্যার দিকে পশ্চিম সরালিয়া গ্রামের আব্দুল হাকিম হাওলাদারের বাগানে শিশুটির কান্না শুনে তাকে কোলে তুলে নেন শাহালম হাওলাদার। পরে রাতে শিশুটিকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে হাসপাতালের কর্মকর্তা ডাঃ কামাল হোসেন মুফতি বলেন, নবজাতক শিশুটিকে ভর্তি নিয়ে প্রসূতি ওয়ার্ডে এক মায়ের কাছে রাখা হয়েছে। সে সুস্থ আছে। আমাদের ধারণা শিশুটি আজকেই ভূমিষ্ঠ হয়েছে। তার ওজন তিন কেজি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, শিশুটির অভিভাবকদের খুঁজে বের করার চেষ্টা চলছে। পাওয়া না গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
×