ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

উন্মুক্ত হচ্ছে সাফারি পার্ক

প্রকাশিত: ২১:৩২, ১ নভেম্বর ২০২০

উন্মুক্ত হচ্ছে সাফারি পার্ক

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক দীর্ঘ ২২৫ দিন বন্ধ থাকার পর রবিবার থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে। আবারও দর্শনার্থীদের আগমন উপলক্ষ্যে নানাভাবে সাজানো হচ্ছে পার্ক ও আশেপাাশের এলাকা। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে গত ২০ মার্চ হতে পার্কে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করে বন্ধ করে দেওয়া হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান জানান, করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে ২০ মার্চ হতে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করে পার্কটি অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত দেন উর্ধ্বতন কর্তৃপক্ষ। ২২৫ দিন বন্ধ থাকার পর রবিবার থেকে স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীদের জন্য পার্কটি আবার খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হতে পার্কটি খুলে দেওয়ার চিঠি ইতোমধ্যে এসে পৌঁছেছে।
×