ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নৌপথ ॥ প্রতিমন্ত্রী

প্রকাশিত: ২১:৩০, ১ নভেম্বর ২০২০

দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নৌপথ ॥ প্রতিমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৩১ অক্টোবর ॥ নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব-দ্বীপ পরিকল্পনার আওতায় যেখানে এক সময় নৌকাই প্রধান বাহন ছিল, সেসব স্থানে পুনরায় নৌপথ চালু করার পদক্ষেপ নেয়া হয়েছে। বাংলাদেশের অর্থনীতিতে এ নৌপথ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি শনিবার দুপুরে শেরপুর জেলা অংশের পুরাতন ব্রহ্মপুত্র নদের ড্রেজিং কাজের উদ্বোধনকালে ওই কথা বলেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ হাজার কিলোমিটার নৌপথ তৈরি করার পরিকল্পনা হাতে নিয়েছেন। তারই আওতায় পুরাতন ব্রহ্মপুত্র নদ খনন কাজ উদ্বোধন করা হলো। উদ্বোধনী আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ, স্থানীয় সংসদ সদস্য আতিউর রহমান আতিক, সংসদ সদস্য আনোয়ার হোসেন খান, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব আবদুস সামাদ, শেরপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক। বিআইডব্লিউটিএ সূত্র জানায়, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে পুরাতন ব্রহ্মপুত্র, ধরলা, তুলাই এবং পুনর্ভবা নদীর নাব্য উন্নয়ন ও পুনরুদ্ধার প্রকল্পের আওতায় পুরাতন ব্রহ্মপুত্র নদের শেরপুর অংশের ১৮ কিলোমিটার ড্রেজিং করা হবে।
×