ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বক্সিং ডে টেস্ট মেলবোর্নে

প্রকাশিত: ২৩:৩১, ২৯ অক্টোবর ২০২০

বক্সিং ডে টেস্ট মেলবোর্নে

স্পোর্টস রিপোর্টার ॥ ঘরের মাটিতে ভারতের সঙ্গে বহুল আলোচিত দ্বিপক্ষীয় সিরিজের পূর্ণাঙ্গ সূচী ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আগামী ২৭ নবেম্বর সিডনিতে তিন ম্যাচ ওয়ানডের প্রথমটি দিয়ে শুরু বিরাট কোহলিদের মাঠের দ্বৈরথ। সমান ম্যাচের টি২০ সিরিজ শুরু ২ ডিসেম্বর থেকে। আর ১৭ ডিসেম্বর এ্যাডিলেডে প্রথম টেস্ট দিয়ে মাঠে গড়াবে চার ম্যাচের বোর্ডার-গাভাস্কার সিরিজ। প্রথম টেস্টটিই হবে ডে-নাইট। করোনা সংক্রমণে ঐতিহ্যবাহী ‘বক্সিং ডে টেস্ট’ মেলবোর্নে হবে কিনা, এ নিয়ে এক প্রকার সংশয় ছিল। কিন্তু ভিক্টোরিয়া রাজ্যের ১১২ দিনের লকডাউন উঠে যাওয়ায় ২৬ ডিসেম্বর শুরু দ্বিতীয় টেস্টের ভেন্যু থাকছে সেখানেই। প্রতিদিন ২৫ হাজার দর্শক রাখারও পরিকল্পনা স্বাগতিকদের। যথাক্রমে ৭ ও ১৫ জানুয়ারি শুরু সিরিজের শেষ দুই টেস্টের ভেন্যু সিডনি ও ব্রিসবেন। আইপিএল শেষে অস্ট্রেলিয়া সফরের জন্য ১২ নবেম্বর সিডনি নামবে ভারত। ১৪ দিনের কোয়ারেন্টাইনের সময়েও দলীয় অনুশীলনের সুযোগ পাবেন কোহলিরা।
×