ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজধানীতে যুবক খুন, দোকানে বিস্ফোরণে ৭ জন দগ্ধ

প্রকাশিত: ২২:৫৯, ২৮ অক্টোবর ২০২০

রাজধানীতে যুবক খুন, দোকানে বিস্ফোরণে ৭ জন দগ্ধ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কাঠালবাগানে এক কিশোরকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ রেজোয়ান নামে এক যুবককে আটক করেছে। এদিকে খিলক্ষেতে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছে। অন্যদিকে মোহাম্মদপুরে একটি ভাঙ্গারি দোকানে পরিত্যক্ত বোতল থেকে বিস্ফোরণে দোকান মালিকসহ ৭ জন দগ্ধ হয়েছেন। এছাড়া অনলাইন ব্যবসায় প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর কাঠালবাগান এলাকায় আশিক রহমান (১৫) নামে এক কিশোরকে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের পরিবার অভিযোগ করে, তাকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। নিহতের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার বাড়াইলচড়ে। আশিক এলাকার সিসি ক্যামেরার সংযোগের কাজ করত। পাশাপাশি তার বাবার কামাল হোসেনের চটপটির দোকানে কাজ করত। মৃত আশিকের বড় ভাই মোঃ সাগর জানান, আশিক মাদকাশক্ত ছিল। সোমবার রাত ১০টার দিকে নাহিদ নামে একজনের মাধ্যমে ফোনে আশিককে ডেকে নেয় এলাকার মাদক ব্যবসায়ী ভলিউম ও রেজাউল। এরপর রাতে সে আর ফিরে আসেনি। পরেরদিন মঙ্গলবার সকালে খবর পেয়ে কাঠালবাগান হারুন অর রশিদের বাড়ি ও একটি নির্মাণাধীন ভবনের মাঝখানে আশিক রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল। পরে সেখানে থেকে প্রথমে তাকে একটি বেসরকারী হাসপাতালে নেয়া হয়। অবস্থা অবনতি হলে তাকে সকাল পৌনে ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু ॥ রাজধানীর খিলক্ষেতে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছে। খিলক্ষেত থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন জানান, মঙ্গলবার সকালে খিলক্ষেত এলাকার সড়কে গাড়ির ধাক্কায় অজ্ঞাত (৩০) এক যুবক গুরুতর আহত অবস্থা পড়েছিল। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাতজন দগ্ধ ॥ রাজধানীর মোহাম্মদপুর চাঁদ উদ্যান এলাকায় একটি ভাঙ্গারি দোকানে পরিত্যক্ত বোতল থেকে বিস্ফোরণে দোকানটির মালিকসহ ৭ জন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হচ্ছেন, দোকান মালিক আব্দুল আলিম (৫০) কর্মচারীর সাইদুর (৩৩), ফারুক (৩৭), আমির হোসেন (২৭), কাইয়ুম (৪০), রাসেল (২৫) ও সুরুজ (২৫)। তাদের দগ্ধ অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসকরা জানান, ৭ জনের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। অনলাইনে প্রতারক চক্রের এক সদস্য গ্রেফতার ॥ রাজধানীতে অনলাইন ব্যবসায় প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতের নাম মানিক হোসেন। ইয়াবাসহ একজন গ্রেফতার ॥ রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকা থেকে তরিকুল ইসলাম ওরফে সোহেলকে (৪৯) নামে এক অপরাধীকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, চার রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, ৭২০ পিস ইয়াবা ও নগদ ৫৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
×