ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অনলাইন ব্যবসায় প্রতারক চক্রের এক সদস্য আটক

প্রকাশিত: ১৮:৪৫, ২৭ অক্টোবর ২০২০

অনলাইন ব্যবসায় প্রতারক চক্রের এক সদস্য আটক

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে অনলাইন ব্যবসায় প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতের নাম মানিক হোসেন। এ সময় তার কাছ থেকে একটি মনিটর, একটি সিপিইউ, একটি কি-বোর্ড, একটি মাউস, ২৭টি স্মার্টফোন বিক্রয়ের শূন্য ভাউচার, ৩১টি মোবাইলের খালি বাক্স, ৩১টি ব্যক্তিগত টাকা জমার রশিদ, চারটি মোবাইল এবং ২২টি সিমকার্ড উদ্ধার করা হয়। র‌্যাব জানায়, সোমবার মহাখালী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মানিক র‌্যাবকে জানায়, বোম্ব মোবাইলস (ইড়ড়স সড়নরষবং) নামের একটি ফেজবুক পেজ থেকে বাজারমূল্যের চেয়ে অনেক কমমূল্যে বিভিন্ন স্মার্টফোন বিক্রির জন্য আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে আসছিলেন মানিক। গ্রাহকদের কাছ থেকে বিকাশে পণ্যের অর্ডার নিশ্চিতের পর তিনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য পাঠাতেন। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী স্মার্টফোন দেয়ার পরিবর্তে কখনও সাধারণ ফিচার ফোন আবার কখনও শুধুমাত্র চার্জার সরবরাহ করা হতো। গ্রাহকরা নির্ধারিত চার্জ দিয়ে পণ্যটি গ্রহন করার আগেই প্রতারক চক্রটি সে টাকা উঠিয়ে নিত। এভাবে তিনি ৪০০ জনের সঙ্গে প্রতারণা করেছিল।
×