ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জয়পুরহাটে মন্দিরে দুর্গা মূর্তি ভাংচুর

প্রকাশিত: ২১:০৭, ২৭ অক্টোবর ২০২০

জয়পুরহাটে মন্দিরে দুর্গা মূর্তি ভাংচুর

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ২৬ অক্টোবর ॥ জয়পুরহাট পৌর এলাকার গুলশান মোড় বর্মনপাড়ার পূজা মন্দিরে সোমবার প্রায় ১২টায় এক ধর্মান্ধ যুবক হামলা চালিয়ে প্রতিমা ভাংচুর করেছে। ভাংচুরের সময় মন্দিরে উপস্থিত ব্যক্তিরা এগিয়ে এলে সে রাম দা দিয়ে এক জনের ওপর হামলার চেষ্টা চালায়। এ সময় উপস্থিত লোকজনকে দা এর ভয় দেখিয়ে সে পালিয়ে যায়। ঘটনার পর পুলিশ খবর পেয়ে প্রিন্স (৩৫) নামে ওই যুবককে তার গুলশান মোড়ের বাড়ি থেকে দাসহ গ্রেফতার করে। সে একই এলাকার আফাজ উদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা আনুমানিক ১১টার পর থেকে প্রিন্স মন্দিরের আশপাশে ঘুরতে থাকে। এক পর্যায়ে সে মন্দিরে ঢুকে বসে থাকে। বেলা আনুমানিক ১২টার দিকে সে মূল মন্দিরে ঢুকে প্রথমে দুর্গা মূর্তি ভাংচুর করে। এরপর কার্তিক ঠাকুরকে লাঠি মেরে ফেলে দেয়। তার এই কর্মকা-ে মন্দিরে উপস্থিত ঢাক বাদক (ঢাকি) শংকর ও সত্তম এগিয়ে যায়। তখন প্রিন্স তার সঙ্গে থাকা ধারালো অস্ত্র (দা) দিয়ে শংকরের ওপর কোপ দেয়। শংকর মাথা সরিয়ে রক্ষা পায়। এরপর উপস্থিত লোকজনকে দা এর ভয় দেখিয়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনার খবর পেয়ে গুলশান মোড়ে তার বাড়ি থেকে তাকে দাসহ গ্রেফতার করে। জেলা প্রশাসক মোঃ শরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
×