ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লিয়াকত হোসেন খোকন

মাস্ক পরতে বাধ্য করুন

প্রকাশিত: ২১:১০, ২২ অক্টোবর ২০২০

মাস্ক পরতে বাধ্য করুন

যারা ইচ্ছাকৃতভাবে মাস্ক না পরে বাইরে বেরোচ্ছেন এবং নিজেদের এই দায়িত্বজ্ঞানহীন আচরণের সপক্ষে বিভিন্ন কুযুক্তি দেখাচ্ছেন, তাদের প্রতি প্রশাসনকে কঠোর হতেই হবে- এর বিকল্প কিছুই দেখছি না। দেশে সংক্রমিতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। মাস্ক পরা বা দূরত্ববিধি মানার তাবৎ পরামর্শ উপেক্ষা করে এক শ্রেণীর মানুষ এখনও বেপরোয়া ভাব দেখাচ্ছেন। আগের মতোই পান মসলা ও জর্দা খেয়ে থুতু ফেলছেন, ভিড় করছেন ফুটপাথের চায়ের দোকানে। অনেকে আবার মাস্কটাকে গলায় ঝুলিয়ে চায়ের দোকানের সামনে রাজাউজির মারছেন, সিগারেট নয়তো বিড়িতে টান দিয়ে পথচারীদের নাকে মুখে তা ছড়িয়ে দিচ্ছেন। আবার কিনা সরকার কোভিট মোকাবিলায় কী ভুল করছে তা বিশ্লেষণ করছেন। সুনাগরিক কেউ আপত্তি জানালেই অশান্তি। নিজের চোখে দেখেছি তেমন ঘটনা। দেখে শুনে মনে হচ্ছে, আরও বড় অসুখ ঘনিয়ে আসছে সমাজে। এর জন্য কি ‘লাঠি-ওষুধ লাগবে’? মানে ব্যাপক ছড়িয়ে পড়ার হাত থেকে বাঁচতে মানুষকে স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করা হবে? অতিমারীর বিপর্যয় হয়তো আমাদের কিছু ভাল অভ্যাসের পাঠ দিয়েছে, সুস্থ যাপনের অনুশীলনে বাধ্য করছে সাময়িকভাবে হলেও। কিন্তু এর তাৎপর্য ও সুফল যথাযথ অনুভূত হচ্ছে না এক শ্রেণীর নাগরিকের বেপরোয়া আচরণের জন্য। সুতরাং যারা বেপরোয়া তাদের বিরুদ্ধে প্রশাসন কঠোর থেকে কঠোরতর হবেন বলে আশা রাখি। রূপনগর, ঢাকা থেকে
×