ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ধোনিদের শক্তি- সম্ভাবনা শেষ!

প্রকাশিত: ২৩:৪২, ২১ অক্টোবর ২০২০

ধোনিদের শক্তি- সম্ভাবনা শেষ!

স্পোর্টস রিপোর্টার ॥ দশ ম্যাচে তিন জয়ের বিপরীতে সাত হার, আইপিএলে পয়েন্ট টেবিলের তলানিতে চেন্নাই সুপার কিংস। কাগজে-কলমের সমীকরণে অনেক কিছু দেখানো যায়, বাস্তবে মহেন্দ্র সিং ধোনিদের শেষ চারের আশা ‘প্রায়’ শেষ। খোদ দলটির কোচ স্টিফেন ফ্লেমিংও তাই মনে করেন। সাবেক নিউজিল্যান্ড অধিনায়কের চোখে আসরের এ পর্যায়ে, ‘ধোনিদের শাক্তি-সম্ভাবনা দুটোই ফুরিয়ে গেছে!’ সর্বশেষ আবুধাবীতে রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাত্র ১২৫ রান সংগ্রহ করে ৭ উইকেটে হারে সিএসকে, এবারের আসরে আগে ব্যাট করে কোন দলের সর্বনিম্ন স্কোর এটি। আইপিএলে নিজের ২০০তম ম্যাচের মাইলস্টোনে পা রাখা ধোনি ২৮ বলে ২৮ রান করে আউট হন। ‘টেবিলের দিকে যদি তাকাই তাহলেই বলতেই হয় দলের সবশক্তি ফুরিয়ে গেছে।’ -ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অকপটে স্বীকার করেন কোচ ফ্লেমিং। কেন এমনটা হচ্ছে? ‘আপনি যদি গত তিন বছরের চক্র দেখেন। আমরা প্রথমটায় জিতলাম, গত বছর শেষ বলে গিয়ে হারলাম এবং সবসময়ই বলেছি বয়স্ক স্কোয়াড নিয়ে তৃতীয় বছরটা কঠিন হবে। আমিরাতে নতুন চাহিদার সঙ্গে মানিয়ে নেয়াটা আমাদের জন্য চ্যালেঞ্জিং হয়ে গেছে’ যোগ করেন ফ্লেমিং। লীগপর্বে নিজেদের বাকি চারটি ম্যাচে চেন্নাইর প্রতিপক্ষ যথাক্রমে মুম্বাই, ব্যাঙ্গালুরু, কলকাতা ও পাঞ্জাব। ২০০৮ আইপিএলের প্রথম আসরে রানার্সআপ হয়েছিল চেন্নাই। সবমিলিয়ে ২০১৯ পর্যন্ত ১২টি আসরে দশবার অংশ নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। যেখানে গতবারসহ ৮ বারই ফাইনাল খেলেছে তারা, চ্যাম্পিয়ন হয়েছে তিনবার। যে দুইবার ফাইনাল খেলতে পারেনি সে দুই আসরেও প্লে-অফ তথা সেরা চারে ঠিকই উঠেছিল ধোনিবাহিনী। কিন্তু এবার হয়তো ভাঙ্গতে যাচ্ছে সেই ধারা। আইপিএলের ইতিহাসে প্রথমবারের মতো লীগপর্ব থেকেই বাদ পড়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে টুর্নামেন্টটির ইতিহাসের অন্যতম সফল এ দলটি।
×