ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শেরপুরে প্রতিপক্ষের হামলা ভাংচুর, আহত ১০

প্রকাশিত: ২১:২৩, ২১ অক্টোবর ২০২০

শেরপুরে প্রতিপক্ষের হামলা ভাংচুর, আহত ১০

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২০ অক্টোবর ॥ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাংচুর ও লুটপাটসহ ১০ জন আহত হয়েছে। সোমবার রাতে শহরের দিঘারপাড় এলাকার তালুকদার বাড়িতে ওই হামলার ঘটনা ঘটে। ওই সময় হামলাকারীরা বাড়িঘর কুপিয়ে ভাংচুর ও ব্যাটারিচালিত ইজিবাইকের ব্যাটারিসহ ঘরের মালামাল লুটপাট করে নিয়ে যায়। জানা যায়, শেরপুর পৌরসভার ৯নং ওয়ার্ডে টানা দু’দফায় কাউন্সিলর নির্বাচিত হন আমির হোসাইন বাদশা তালুকদার। তার সঙ্গে গত নির্বাচনে কাউন্সিলর পদে লড়াই করে হেরে যান আরেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফখরুল আলম। এবারও নির্বাচন ঘনিয়ে আসায় কাউন্সিলর প্রার্থী ফখরুল আলম তফসিল ঘোষণার আগে থেকেই প্রচারণা চালানোসহ বাদশা তালুকদারের সমর্থকদের তার দলে ভেড়াতে ও এলাকার আধিপত্য বিস্তারের চেষ্টা করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় আগের দিনের তুচ্ছ ঘটনার জের ধরে সোমবার দুপুরে ফখরুল আলমের নেতৃত্বে আলাল, দেলোয়ার, বাচ্চু মিয়া, নেলু মিয়া, আরশাদ আলী, হেকমতসহ একদল সন্ত্রাসী বাদশা তালুকদারের সমর্থকদের ওপর হামলা চালায়। ওই সময় আবেদা বেগম, সুজন মিয়া, সোহেল মিয়াসহ ৬-৭ জন আহত হন। পরে রাতে আবারও হামলা চালিয়ে বাদশা তালুকদারের আত্মীয় বাবুল তালুকদার, মোশারফ হোসেন, লিখন, ফিরোজ ও মুসা ড্রাইভারের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট চালায়। ওই সময় আরিফ তালুকদারের হাতে ধারালো দায়ের কোপ লেগে রগ কেটে গুরুতর জখম হয়।
×