ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গফরগাঁওয়ে নারী কর্মচারীকে লাঞ্ছিত করার প্রতিবাদ

প্রকাশিত: ২১:২৩, ২১ অক্টোবর ২০২০

গফরগাঁওয়ে নারী কর্মচারীকে লাঞ্ছিত করার প্রতিবাদ

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ময়মনসিংহ, ২০ অক্টোবর ॥ গফরগাঁওয়ে রেলওয়ে প্রকৌশল বিভাগের এক নারী কর্মচারীকে রেললাইনে কাজ করার সময় পৌরসভার সাবেক মেয়র কায়সার আহেম্মেদের বাড়ির কেয়ারটেকারের কুপ্রস্তাব দেয়া ও শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে রেল বিভাগের কর্মচারীরা। মঙ্গলবার সকালে গফরগাঁও রেলওয়ে স্টেশন চত্ব¡রে গফরগাঁও রেলওয়ে শ্রমিক কর্মচারীবৃন্দের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধনে রেলওয়ে প্রকৌশল বিভাগের ওয়েম্যান, গেইটম্যান, টাইম কিপারসহ দেড় শতাধিক কর্মচারী অংশ নেয়। মানববন্ধন চলাকালে উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার আরও শতাধিক কর্মজীবী কর্মজীবী নারী মানববন্ধনে অংশ নিয়ে কর্মসূচীর সঙ্গে একাত্মতা প্রকাশ করে কর্মক্ষেত্রে নারীদের শ্লীলতাহানিকারী সন্ত্রাসীদের বিচার দাবি করে। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মানববন্ধনে তাদের দাবির প্রতি সর্মথন জানিয়ে বক্তব্য রাখেন রেলওয়ে প্রকৌশল বিভাগের ওয়েম্যান কালাম, মোঃ বাবুল হোসেন, সনি আক্তার পুতুল, সাহিদা আক্তার, গেইট কিপার বেলাল হোসেন, মোঃ নুরুন্নবী, টাইম কিপার রাসেল মিয়া, কর্মজীবী নারী মল্লিকা বেগম প্রমুখ। এ ব্যাপারে গফরগাঁও থানার ওসি অনুকুল সরকার বলেন, শারীরিকভাবে লাঞ্ছিত হওয়া আকলিমার অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। অভিযোগে এ্যাডভোকেট কায়সার আহমেদের নাম থাকায় তা তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে সাবেক মেয়র এ্যাডভোকেট কায়সার আহমেদ বলেন, লিটন নামে আমার বাড়ির কোন কেয়ারটেকার নেই। গফরগাঁওয়ে আমার দুটি বাড়ি আছে, বাড়ি দুটির কেয়ারটেকারের নাম আবু মিয়া ও আঃ সামাদ।
×