ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মোহনগঞ্জ-খালিয়াজুরী

ঝুঁকিপূর্ণ সেতুতে অবাধে চলছে ভারি যানবাহন

প্রকাশিত: ২১:২১, ২১ অক্টোবর ২০২০

ঝুঁকিপূর্ণ সেতুতে অবাধে চলছে ভারি যানবাহন

নিজস্ব সংবাদদাতা, মোহনগঞ্জ, নেত্রকোনা, ২০ অক্টোবর ॥ মোহনগঞ্জ-খালিয়াজুরী সড়কে সাপমরা নদীর ওপর সেতুটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এর ওপর দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ, বাস, ট্রাক, হ্যান্ডট্রলি, লরিসহ স্কুল-কলেজগামী ছাত্রছাত্রী ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। ফলে যে কোন সময় ঘটতে পারে অনাকাক্সিক্ষত দুর্ঘটনা। স্বাধীনতার পরপর আইরিশরা ২৫০ ফুট দৈর্ঘের এই সেতুটি নির্মাণ করেছিলেন। তখনকার সময়ের কথা বিবেচনা করে ব্রিজটিতে যে লোড দেয়া হয়েছিল বর্তমানে তার শত গুণ বেশি লোড বহন করতে হচ্ছে। তাই যে কোন সময় ভেঙ্গে পড়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। মোহনগঞ্জ-খালিয়াজুরীর দুই উপজেলার কয়েক লাখ জনসাধারণের একমাত্র ভরসা সাপমরা নদীর ওপরের এই সেতুটি। সেতুটি ভেঙ্গে গেলে পণ্য পরিবহনসহ জনজীবনে বিপর্যয় নেমে আসবে। মোহনগঞ্জ উপজেলার মাঘান-সিয়াধার, সমাজ-সহিলদেও ও সুয়াইর ইউনিয়নের হাওড়ের বোরো ফসল পরিবহনের একমাত্র সড়ক এটি। তাই ব্রিজটি অত্যন্ত গুরুত্ব বহন করে। মোহনগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ শহীদ ইকবাল বলেন, ঝুঁকিপূর্ণ সেতুটির তালিকা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ বিষয়ে মোহনগঞ্জ উপজেলা প্রকৌশলী আলমগীর হোসেন বলেন, সেতুটি ঝুঁকিপূর্ণ, যে কোন সময় ভেঙ্গে পড়ার আশঙ্কা রয়েছে।
×