ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

এবার নতুন দায়িত্ব নিয়ে আসছেন পাকির আলী

প্রকাশিত: ২১:২০, ২০ অক্টোবর ২০২০

এবার নতুন দায়িত্ব নিয়ে আসছেন পাকির আলী

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ তাঁর সেকেন্ড হোম। আশি-নব্বইয়ের দশকে ঢাকা আবাহনী ও পিডব্লিউডির জার্সি গায়ে খেলেছেন লম্বা সময়। এরপর কোচিং করিয়েছেন পিডব্লিউডি, আবাহনী, মোহামেডান ও শেখ জামাল ধানমণ্ডি ক্লাবে। ঢাকার মাঠের এক সময়ের এই তারকা ডিফেন্ডার আবার আসছেন বাংলাদেশে। নতুন মৌসুমে পুলিশ ফুটবল দলের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন শ্রীলঙ্কার সাবেক এই তারকা ফুটবলার। পুলিশ ফুটবল দলের কর্মকর্তা মোহাম্মদ সেলিম জানান, ২৫ অক্টোবর দলের দায়িত্ব নিতে ঢাকায় আসছেন পাকির আলী। পাকির আলী শ্রীলঙ্কায় তরুণ ফুটবলারদের নিয়ে কাজ করেছেন। তাঁর অধীনে সাফল্যও পায় দলটি। শ্রীলঙ্কা জাতীয় দলেরও কোচ ছিলেন তিনি। এবার বাংলাদেশে আসছেন নতুন চ্যালেঞ্জ নিয়ে। এদিকে ফেডারেশন কাপ দিয়ে আগামী ১৯ ডিসেম্বর শুরু হচ্ছে দেশের নতুন ফুটবল মৌসুম। চূড়ান্ত হয়েছে দল-বদলের দিনক্ষণও। নতুন মৌসুমের দলবদল ১ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রতিটি ফুটবল ক্লাবকে এশিয়া থেকে চারজন বিদেশি ফুলবলার নিবন্ধনের অনুমোদন দেওয়া হয়। আলোচনার মাধ্যমে ক্লাব পরিবর্তনের সুযোগ থাকছে। সেক্ষেত্রে কোনো ক্লাব খেলোয়াড় ছাড়াতে হলে তাঁর নাম আগামী ৩০ অক্টোবরের মধ্যে জানাতে হবে। নতুন মৌসুমে ফুটবলারদের সাইনিং মানি হিসেবে আগের মৌসুমের অর্থের কমপক্ষে ৩৫ শতাংশ পরিশোধ করতে ক্লাবগুলোকে বলা হয়েছে।
×