ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আহবান

প্রকাশিত: ২১:৫৬, ১৮ অক্টোবর ২০২০

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আহবান

স্টাফ রিপোর্টার ॥ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আহবান জানিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। রবিবার আহবায়ক এ পি এম সুহেল ও সদস্য সচিব ইসমাইল সম্রাট স্বাক্ষরিত বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক করোনা মহামারীতে সারাবিশ্বই আজ পর্যুদস্ত। এমন একটা সময়ে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়’ এর শিক্ষার্থীদেরও চরম একটি বাস্তবতার সম্মুখীন হতে হচ্ছে। অনলাইনে তাদের পাঠদান কর্মসূচি চলছে। এমতাবস্থায় বিগত ৪ মাসে তাদেরকে এক্টিভিটি ফি,কম্পিউটার ল্যাব ফি,সায়েন্স ক্লাব ফি,লাইব্রেরি ফি দিতে বলা হয়েছে। যেখানে অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মহামারী করোনার জন্য Corona Waiver দেওয়া হচ্ছে, সেখানে অনলাইনে ক্লাস করেও এসব ফি নেয়া অযৌক্তিক। তারা আজ সকাল ১০টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ফটক অবরোধ করে রেখেছিল। আমরা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ তাদের এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করছি ও ফি মওকুফ করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আহবান জানাচ্ছি।
×