ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পূর্ব শেওড়াপাড়ায় পানির পাম্পের সমস্যা সমাধানে ওয়াসার আশ্বাস

প্রকাশিত: ২১:২৮, ১৯ অক্টোবর ২০২০

পূর্ব শেওড়াপাড়ায় পানির পাম্পের সমস্যা সমাধানে ওয়াসার আশ্বাস

রবিবার সকালে মডস জোন-১০ এর আওতাধীন পূর্ব শেওড়াপাড়া-৩ (মাহফুজ ক্লিনিক) পাম্পের পানি সরবরাহকৃত এলাকার কিছু গ্রাহক পানি না পাওয়ার রাস্তায় নেমে অভিযোগ করে। কারিগরি কারণে উক্ত পাম্পটির উৎপাদন কমে যাওয়ায় স্বাভাবিক পানি সরবরাহে কিছুটা সমস্যা দেখা দেয়। সমস্যার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ থেকে সংস্থার প্রধান প্রকৌশলী নিজে উপস্থিত হয়ে উপস্থিত গ্রাহকদের সঙ্গে কথা বলেন এবং সমস্যাটি দ্রুত সমাধানে আশ্বস্ত করেন। বর্তমানে পূর্ব শেওড়াপাড়ায় রাসেল চেম্বার ও অরবিট গলি এলাকায় প্যারেড স্কয়ার-১, শেওড়াপাড়া-৩ (মাহফুজ ক্লিনিক) এবং শেওড়াপাড়া-৪ পানির পাম্পের সমন্বয়ে রেশনিংয়ের মাধ্যমে উক্ত পাম্প এলাকার গ্রাহকদের পানি সরবরাহ করা হচ্ছে। কিন্তু প্যারেড স্কয়ার-১ ও শেওড়াপাড়া-৪ পানির উৎপাদনও আগের তুলনায় অনেক কমে যাওয়ায় বর্তমানে জামতলা বৌবাজার নামক স্থানে নতুন স্লুইচ ভালভ্ স্থাপন করে রেশনিংয়ের মাধ্যমে পানি সরবরাহ করা হচ্ছে। ফলে গত সপ্তাহের তুলনায় বর্তমানে সংশ্লিষ্ট এলাকায় পানি সরবরাহ অনেকটা স্বাভাবিক রয়েছে। -বিজ্ঞপ্তি
×