ঢাকা, বাংলাদেশ   রোববার ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

আইপিএল

রাজস্থানকে ৪৬ রানে হারিয়ে শীর্ষে দিল্লী

প্রকাশিত: ০১:১৪, ১০ অক্টোবর ২০২০

রাজস্থানকে ৪৬ রানে হারিয়ে শীর্ষে দিল্লী

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) রাজস্থান রয়্যালসকে ৪৬ রানে হারিয়েছে দিল্লী ক্যাপিটালস। এই জয়ের ফলে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেল দিল্লী ক্যাপিটালস। ছয় ম্যাচের পাঁচটিতে জিতে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে দিল্লী। শুক্রবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে দিল্লী ক্যাপিটালসকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান রাজস্থান রয়্যালসের অধিনায়ক স্টিভেন স্মিথ। নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৮৪ রানের লড়াকু সংগ্রহ গড়ে ক্যাপিটালস ব্যাটসম্যানরা। দিল্লীর পক্ষে ২৪ বলে সর্বোচ্চ ৪৫ রান করেন শিমরন হেটমায়ার। এছাড়া মার্কাস স্টয়নিস ৩৯ (৩০ বল), শ্রেয়াস আয়ার ২২ (১৮ বল) ও পৃথ¦ী শ করেন ১৯ (১০ বল) রান। রাজস্থান রয়্যালসের জফরা আর্চার চার ওভার বল করে ২৪ রান দিয়ে তিনটি উইকেট দখল করেন। এছাড়া কার্তিক ত্যাগী, এন্ড্রু টাই ও রাহুল তিউয়াতিয়া একটি করে উইকেট লাভ করেন। রাজস্থান রয়্যালসের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৮৫ রানের। ব্যাটিংয়ে নেমে মাত্র ১৫ রানে প্রথম উইকেট হারায় রাজস্থান রয়্যালস। আট বলে ১৫ রান করে আউট হয়ে যান জস বাটলার। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে রাজস্থানের। দলের ৫২ রানে গিয়ে আউট হন অধিনায়ক স্টিভেন স্মিথ (২৪ রান), ৭২ রানে গিয়ে সঞ্জু স্যামসন (৫ রান), ৭৬ রানে মহীপাল লমরোর (১ রান), ৮২ রানে গিয়ে যশস্বী জইসওয়াল (৩৪ রান) আউট হয়ে যান। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি রাজস্থান রয়্যালস। শেষ পর্যন্ত পুরো ওভার খেলতে পারেনি রাজস্থানের ব্যাটসম্যানরা। ১৯ দশমিক ৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে দলটি সংগ্রহ করে ১৩৮ রান। দিল্লী ক্যাপিটালস জয় পায় ৪৬ রানের। দিল্লীর পক্ষে কাগিসো রাবাদা তিনটি, রবীচন্দ্রন অশ্বিন ও মার্কাস স্টয়নিস দুটি করে উইকেট লাভ করেন। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ক্যাপিটালসের রবীচন্দ্রন অশ্বিন।
×