ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

যশোরে বিএনপি প্রার্থীর গণসংযোগে হামলা, ভাংচুর ॥ আহত ২

প্রকাশিত: ২১:২৭, ৬ অক্টোবর ২০২০

যশোরে বিএনপি প্রার্থীর গণসংযোগে হামলা, ভাংচুর ॥ আহত ২

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে প্রতীক পেয়ে প্রচার শুরুর পরদিনই বিএনপি প্রার্থীর গণসংযোগে হামলার অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকাল ৯টার দিকে যশোর সদর উপজেলার রূপদিয়া বাজারে এ হামলার ঘটনা ঘটেছে। হামলায় দুই যুবদল নেতাকর্মী আহত হয়েছেন এবং ২টি গাড়ি ও একটি হোটেল ভাংচুর করা হয়েছে। সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী নুরুন্নবী এবং বিএনপি নেতৃবৃন্দ এ অভিযোগ করেছেন। সংবাদ সম্মেলনে যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুন্নবী বলেন, ৪ অক্টোবর প্রতীক বরাদ্দের পর তারা ধানের শীষের পক্ষে প্রচার ও গণসংযোগ শুরু করেন। প্রচারের অংশ হিসেবে ৫ অক্টোবর সোমবার সকালে তিনিসহ বিএনপি নেতৃবৃন্দ রূপদিয়া বাজারে যান। সেখানে অবস্থানকালে যুবলীগ ক্যাডার রাজু, সোহেল, সাগরসহ একদল সন্ত্রাসী ‘জয় বাংলা এবং নৌকা প্রতীকের স্লোগান দিয়ে’ বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এ সময় তারা কচুয়া ইউনিয়ন যুবদলের সহসভাপতি ডাঃ মশিউর রহমানকে কুপিয়ে জখম করে। গুরুতর অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএনপি নেতৃবৃন্দ যখন সেখান থেকে কচুয়া বাজারে যাওয়ার উদ্দেশে যাত্রা করেন তখন তাদের দু’টি মাইক্রোবাস ভাংচুর করা হয়। পরে যুবদল কর্মী আসাদুজ্জামানকে মারপিট ও বাজারের একটি হোটেল ভাংচুর করা হয়। প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যশোর জেলা বিএনপির আহ্বায়ক নার্গিস বেগম, সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, বিএনপি নেতা আব্দুস সালাম আজাদ, মারুফুল ইসলাম, হাজী মুকুল, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, কাজী আজম প্রমুখ।
×