ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ভবদহের জলাবদ্ধতা নিরসন দাবিতে পানিতে নেমে মানববন্ধন

প্রকাশিত: ২১:২২, ৬ অক্টোবর ২০২০

ভবদহের জলাবদ্ধতা নিরসন দাবিতে পানিতে নেমে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরের তিন উপজেলা নিয়ে পরিচিত ভবদহের জলাবদ্ধতা নিরসনের দাবিতে পানিতে নেমে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্তরা। ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির উদ্যোগে সোমবার বেলা ১১টায় মনিরামপুর উপজেলার জলাবদ্ধ মশিয়াহাটি স্কুল মাঠের মধ্যে এ মানববন্ধনের আয়োজন করা হয়। সংগ্রাম কমিটির স্থানীয় নেতা অনিল বিশ^াসের নেতৃত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধনে জলাবদ্ধ এলাকার কয়েক শ’ মানুষ মানববন্ধনে অংশ নেন। এ সময় নেতৃবৃন্দ বলেন, গত তিন মাস ধরে ইতোমধ্যে তলিয়ে গেছে হাজার হাজার হেক্টর ফসলের খেত, মাছের ঘের। পানি উঠে এসেছে ঘর-বাড়িতে। এ অবস্থায় চরম দুর্ভোগে রয়েছেন জেলার ৪০ গ্রামের কয়েক লাখ মানুষ। নেতৃবৃন্দ আরও বলেন, ভবদহের সমস্যা প্রায় ৬০ বছরের। ভবদহের জলাবদ্ধতা নিরসনের নামে জনপ্রতিনিধি ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা লুটপাট এবং বাণিজ্য করে চলেছে। স্থানীয়রা এর থেকে পরিত্রাণ পেতে স্থায়ী সমাধান চান। এজন্য সেনাবাহিনীর মাধ্যমে পরিকল্পিত জোয়ার আধার প্রকল্প বাস্তবায়ন ও পানি বের হওয়ার অন্যতম পথ আমডাঙ্গা খালটি ফের খননের মাধ্যমে প্রশস্ত করার দাবি জানান নেতৃবৃন্দ।
×