ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ট্রাম্প শিঘ্রই সুস্থ না হলে মার্কিন নির্বাচন প্রক্রিয়ায় প্রভাব পড়তে পারে

মাঠ দাপাচ্ছেন বাইডেন

প্রকাশিত: ০০:১২, ৪ অক্টোবর ২০২০

মাঠ দাপাচ্ছেন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিতে অনুষ্ঠেয় নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের বয়স ও যোগ্যতা নিয়ে বারবার তাচ্ছিল্য করেছেন। ৭৭ বছর বয়সী বাইডেনকে কখনও বয়সের ভারে ন্যুব্জ নেতা, আবার কখনও ঘুমন্ত বাইডেন বলে কটাক্ষ করেছেন। বাইডেন মাদক নিয়ে শরীরে শক্তি বাড়াচ্ছেন, আবার কখনও বলেছেন, করোনাভাইরাস নিয়ে ডেমোক্র্যাট প্রার্থী অতিরঞ্জিত করছেন। বাইডেনেরে মাস্ক পরা নিয়েও নির্বাচনী প্রচারে সমালোচনা করতে পিছপা হননি ট্রাম্প। কিন্তু এখন নির্বাচনী মাঠ একা দখলে রেখেছেন সেই বাইডেন। অপরদিকে করোনায় আক্রান্ত হয়ে এখন হাসপাতালে ডোনাল্ড ট্রাম্প। খবর এএফপি, সিএনএন ও আলজাজিরা অনলাইনের। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প যদি সহসা সুস্থ হতে না পারেন তবে পুরো নির্বাচন প্রক্রিয়ায় এর প্রভাব পড়তে পারে। নির্বাচনী প্রচারের শুরুর দিকে বাইডেন যখন করোনার ভয়ে কিছুদিন তার ডেলাওয়ারের বাসভবনে আইসোলেশনে ছিলেন ট্রাম্প তখন এর বিরুদ্ধে সরব হন। গত সপ্তাহে ট্রাম্পের সঙ্গে বাইডেনের মুখোমুখি বিতর্কে প্রসঙ্গে ট্রাম্প বলেছিলেন, আমি ওনার (বাইডেনের) চেয়ে দুইশ’ ফিট দূরে দাঁড়িয়ে কথা বলতে চাই। ট্রাম্পের পাশাপাশি বাইডেনেরও করোনা পরীক্ষা করা হয়। কিন্তু পরীক্ষায় বাইডেনের করোনা নেগেটিভ আসে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের চেয়ে বাইডেনের বয়স বেশি। তারপরও বাইডেন এখনও ট্রাম্পের চেয়ে বেশি কর্মচঞ্চল। ওহাইওর ক্লিভল্যান্ডে মঙ্গলবারের নির্বাচনী বিতর্কে বাইডেনের পরিবার ফেস মাস্ক পরে আসেন। বিতর্ক চলাকালীন বাইডেনের পরিবার মাস্ক পরেই ছিলেন। অপরদিকে ট্রাম্পের পরিবার মাস্ক পরেননি। বাইডেন এক সময় মাস্ক পরাকে দেশপ্রেমের অংশ বলে মনে করলেও ট্রাম্প বিষয়টিকে সহজভাবে নিয়েছেন। প্রথমদিকে মার্কিন প্রেসিডেন্ট করোনাকে চীনা ভাইরাস বলে কটাক্ষ করছেন। করোনা একা একাই বিদায় নেবে বলে মন্তব্য করেছেন। তবে আজ সেই ট্রাম্পই করোনা আক্রান্ত হয়েছেন। আর নির্বাচনী মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন বাইডেন। মার্কিন নির্বাচনের মাত্র ৩২দিন আগে শুক্রবার ট্রাম্পের প্রচার শিবির এক ঘোষণায় জানায়, রিপাবলিকান পার্টির প্রচার শুধু অনলাইনে হতে পারে। অপরদিকে বাইডেন শিবির শনিবার মিনেসোটায় নির্বাচনী প্রচারের জন্য প্রস্তুতি গ্রহণের কথা জানায়। শুক্রবার বাইডেনের রানিং মেট ৫৫ বছর বয়সী কমলা হ্যারিস নেভাদায় নির্বাচনী প্রচারে অংশ নেন। ওই প্রচারে তিনি বলেন, করোনাভাইরাস এখনও সক্রিয়। তাই এ ভাইরাস থেকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি তিনি সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানান। আগামী ১৫ অক্টোবর ট্রাম্প ও বাইডেনের মুখোমুখি বিতর্কে অংশ নেয়ার কথা। তবে এ বিতর্ক অনুষ্ঠিত হবে কিনা তা এখনও পরিষ্কার নয়। ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন, তিনি বিশ্বাস করেন তিনি অনেক সুস্থ রয়েছেন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন- জানানোর পর তার প্রথম প্রকাশ্য মন্তব্যে তিনি এমন কথা বললেন। কোভিড-১৯ চিকিৎসার জন্য ওয়াশিংটনের কাছে একটি সামরিক হাসপাতালে হেলিকপ্টারযোগে পৌঁছানোর পরপরই ট্রাম্প তার টুইটার একাউন্টে এক ভিডিও বার্তায় বলেন, ‘আমি অসাধারণ সমর্থনের জন্য সকলকে ধন্যবাদ জানাতে চাই।’ ট্রাম্প বলেন, ‘আমি ওয়ালটার রিড হাসপাতালে যাচ্ছি। আমি মনে করি, আমি অনেক সুস্থ রয়েছি। তিনি আরও বলেন, ‘ফার্স্ট লেডি অনেক সুস্থ রয়েছেন। যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের মোট সংখ্যা ৭৩ লাখ ছাড়িয়ে গেছে। জন্স হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেমস সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসএসই) এ তথ্য জানায়। সূত্র জানায়, শুক্রবার পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ৭৩ লাখ ৩ হাজার ৯১৪ জন। মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ৩০৪ জন। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এখানে ৮ লাখ ২৩ হাজার ২৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। টেক্সাস ও ফ্লোরিডায় আক্রান্তের সংখ্যা ৭ লাখ ছাড়িয়েছে। নিউইয়র্ক অঙ্গরাজ্যে ৪ লাখ ৬০ হাজারেরও বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছে। বিশ্বে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি।
×