ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিলুপ্ত হচ্ছে হাজারো পরিযায়ী পাখি

প্রকাশিত: ২২:১২, ৩ অক্টোবর ২০২০

বিলুপ্ত হচ্ছে হাজারো পরিযায়ী পাখি

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো স্টেট ইউনিভার্সিটির জীববিজ্ঞানের অধ্যাপিকা মার্থা ডেসমন্ড জানান, গত মাসের মাঝামাঝি সময় থেকে বিষয়টি তার নজরে এসেছিল যে হাজারো পরিযায়ী পাখি বিলুপ্ত হয়ে যাচ্ছে। একইসঙ্গে মাঝে মধ্যেই আকাশ থেকে ঝরে পড়ছে মরা পাখি। একদিন নিজের বাড়ি থেকে মাত্র সাড়ে তিন কিলোমিটার রাস্তা হেঁটে অনেক মৃত পাখি উদ্ধার করা হয়। পাখিগুলোর কোনটা ফ্লাইক্যাচার, কোনটা ওয়ার্বলার বা কোথাও সোয়ালো। রাস্তাজুড়ে মৃত পরিযায়ী পাখির ভিড় দেখে তিনি আঁতকে উঠেছিলেন। সম্প্রতি এক ব্রিটিশ সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে ওই অধ্যাপিকা জানিয়েছেন, এভাবে হাজারো পাখির মৃত্যু খুব শীঘ্রই বাস্তুতন্ত্রে প্রভাব ফেলতে চলেছে। আর এর একমাত্র কারণ হলো জলবায়ু পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন। এটা বাস্তুতন্ত্রের জন্য একটা ভয়ঙ্কর বিপর্যয়। প্রতি বছরই কানাডা আর আলাস্কার প্রবল ঠান্ডা সহ্য করতে না পেরে পরিযায়ী পাখিদের দল পাড়ি দেয় মধ্য ও দক্ষিণ আমেরিকার বিস্তীর্ণ এলাকায়। তবে সেটা আর একটু বেশি শীত পড়লে। এ বছর পরিযায়ীদের এত তাড়াতাড়ি আসার কারণও জলবায়ুর ব্যাপক পরিবর্তন। সফরকালে একটানা ওড়ে না এই পাখিরা। কোথাও একটু বিশ্রাম নেয়। খাবার আর জলের জোগান নিয়ে ফের রওনা দেয়। যেসব পাখির মৃতদেহ মিলছে, সেগুলো জল আর খাবার না পেয়ে একেবারে শুকিয়ে যাওয়া পাখি। ঠিক যেন মনে হচ্ছে আগুন আর ভয়ঙ্কর খরা থেকে বাঁচতে ওরা যতটা পেরেছে উড়েছে। না পেরে মরে ঝরে পড়েছে। -সাইন্স এ্যালার্ট
×