ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ট্রাম্প সস্ত্রীক করোনায় আক্রান্ত

প্রকাশিত: ২২:০৮, ৩ অক্টোবর ২০২০

ট্রাম্প সস্ত্রীক করোনায় আক্রান্ত

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনাভাইরাস মহামারীতে ধুঁকতে থাকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পও আক্রান্ত হলেন। বৃহস্পতিবার রাতে (বাংলাদেশ সময় শুক্রবার সকালে) এক টুইটে ট্রাম্প নিজেই এ তথ্য জানিয়েছেন। ঘনিষ্ঠ উপদেষ্টা হোপ হিক্সের সংক্রমণ ধরা পড়ার পর করোনাভাইরাস পরীক্ষা করাতে দিয়েছিলেন ট্রাম্প ও মেলানিয়া। খবর সিএনএন, বিবিসি, রয়টার্স ও এনডিটিভির। বৃহস্পতিবার এক টুইটে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছিলেন, তারা দু’জনই করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন এবং কোয়ারেন্টাইন শুরু করছেন। পরে সেই পরীক্ষার ফল ‘পজিটিভ’ আসার খবর দেন ট্রাম্প। করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে বয়স্কদের ঝুঁকিই সবচেয়ে বেশি। ৭৪ বছর বয়সী ট্রাম্প সেই বয়স শ্রেণিতেই পড়েছেন। আর মেলানিয়ার বয়স ৫০ বছর। কয়েক দশকের মধ্যে যুক্তরাষ্ট্রের কান প্রেসিডেন্টের এ রকম গুরুতর রোগে আক্রান্ত হওয়ার ঘটনা এটাই প্রথম। আর প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র এক মাস আগে ট্রাম্পের এই অসুস্থতা নতুন সঙ্কটের ঝুঁকি তৈরি করল। ৩১ বছর বয়সী হোপ হিক্স এ সপ্তাহের শুরুতে ট্রাম্পের সঙ্গে ‘এয়ার ফোর্স ওয়ান’ এ ভ্রমণ করেছিলেন। একটি টেলিভিশন বিতর্কে অংশ নিতে ট্রাম্প ওহাইওতে গিয়েছিলেন। গত মঙ্গলবার ক্লিভল্যান্ডে প্রেসিডেন্টের উড়োজাহাজ থেকে নামার সময় হিক্সের মুখে মাস্ক ছিল না। পরদিন বুধবার একটি নির্বাচনী সমাবেশে অংশ নিতে হেলিকপ্টারে করে মিনেসোটায় যান ট্রাম্প। সেখানেও তার সঙ্গে ছিলেন হিক্স। ট্রাম্পের চিকিৎসক শন কনলি এক বিবৃতিতে বলেছেন, প্রেসিডেন্ট ও ফার্স্টলেডি দু’জনেই আপাতত ভাল আছেন। সুস্থ হওয়ার আগ পর্যন্ত হোয়াইট হাউসে নিজেদের ঘরেই থাকার পরিকল্পনা করেছেন তারা। ‘আমি আশা করছি, সুস্থ হওয়া প্রক্রিয়ার মধ্যে থেকেও প্রেসিডেন্ট তার দায়িত্ব নির্বিঘ্নেই চালিয়ে যেতে পারবেন। সর্বশেষ পরিস্থিতি আমি নিয়মিত আপনাদের জানাব।’ ট্রাম্প কোয়ারেন্টাইনে চলে যাওয়ায় আগামী ১৫ অক্টোবর ফ্লোরিডার মিয়ামিতে প্রেসিডেন্ট নির্বাচনের আগে দ্বিতীয় টেলিভিশন বিতর্কের কী হবে তা এখনও নিশ্চিত নয়। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা- উভয় দিক দিয়েই বিশ্বে এখন সবার উপরে যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত ৭২ লাখের বেশি মানুষের কোভিড-১৯ ধরা পড়েছে। দুই লাখের বেশি মানুষের প্রাণ গেছে। এদিকে বিশ্বনেতারা কোভিড-১৯ আক্রান্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্টলেডি মেলানিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্রাম্প ও মেলানিয়ার সুস্থতা কামনা করে টুইট করেছেন। ট্রাম্পকে বন্ধু সম্বোধন করে শুক্রবার সকালে এক টুইটে মোদি লেখেন, ‘আমার বন্ধু ডোনাল্ড ট্রাম্প এবং মেলানিয়া ট্রাম্পের দ্রুত সুস্থতা এবং তাদের সুস্বাস্থ্য কামনা করছি। যুক্তরাজ্যের আবাসন মন্ত্রী রবার্ট জেনরিক বলেন, ‘আমাদের সবার পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্প, ফার্স্টলেডি ও ট্রাম্পের পরিবারের জন্য শুভকামনা পাঠাতে চাই এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।’ এদিকে, ট্রাম্প ও মেলানিয়ার আক্রান্ত হওয়ার খবর জানার পর এক টুইটে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স তাদের দ্রুত সুস্থতা কামনা করে প্রার্থনার কথা জানিয়েছেন। আক্রান্ত নন বাইডেন, মাইক পেন্সও নেগেটিভ ॥ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনায় আক্রান্ত হলেও নির্বাচনে তার প্রতিপক্ষ ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন এ যাত্রায় ভাইরাস সংক্রমিত হননি। এমনকি ট্রাম্পের ঘনিষ্ঠ সংস্পর্শে থাকা ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং তার স্ত্রীরও করোনাভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। ট্রাম্পের আক্রান্ত হওয়ার পরই যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আরেক প্রার্থী জো বাইডেনও আক্রান্ত কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। বিশেষ করে গত মঙ্গলবার ওহাইও অঙ্গরাজ্যের প্রেসিডেন্ট নির্বাচনী বিতর্কে ট্রাম্পের সঙ্গে একই মঞ্চে থাকায় বাইডেন আক্রান্ত হতে পারেন বলে উদ্বেগ ছিল। বিবিসি জানায়, এ উদ্বেগের কারণে শুক্রবার সকালেই বাইডেনের পাশাপাশি তার স্ত্রীরও করোনাভাইরাস পরীক্ষা করা হয় বলে জানিয়েছেন তাদের চিকিৎসক। এরপর বাইডেন জানান, তাদের পরীক্ষার ফল ‘নেগেটিভ’ এসেছে। ওদিকে, ট্রাম্পের আক্রান্ত হওয়ার খবর পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সস্ত্রীক করোনাভাইরাস পরীক্ষা করিয়েছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। পরীক্ষায় দুজনেরই ফল ‘নেগেটিভ’ এসেছে বলে জানিয়েছেন পেন্সের মুখপাত্র।
×