ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাবনায় করোনায় অধ্যাপকের মৃত্যু

প্রকাশিত: ২৩:২৭, ২ অক্টোবর ২০২০

পাবনায় করোনায় অধ্যাপকের মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় বগুড়ায় ২ জন, পাবনায় একজন এবং বাগেরহাটে একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তির মধ্যে অধ্যাপক, নারী, স্কুল শিক্ষক এবং সাধারণ মানুষ রয়েছেন। করোনার কারণে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন জেলায় যাদের শরীরে করোনার লক্ষণ পাওয়া যায়নি এমন অনেককে কোয়ারেন্টাইন শেষে মুক্ত করে দেয়া হয়েছে। অন্যদিকে নতুন করে যাদের শরীরে করোনা আছে বলে সন্দেহ করা হয়েছে এমন ৯০ জনের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। বগুড়া ॥ বগুড়ায় ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত এক নারীসহ ২ ব্যক্তির মৃত্যু হয়েছে। করোনা আক্রান্ত হয়ে যে দুইজন মারা গেছেন তারা হলেন বগুড়া সদরের দশটিকা গ্রামের শামসুন্নাহার (৮০)। তিনি শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি ছিলেন। অপর ব্যক্তি আবু জাফর মোঃ সালেহ (৩৮)। তার বাড়ি জয়পুরহাটের কালাই উপজেলায়। তিনি টিএমএসএস হাসপাতালে ভর্তি ছিলেন। পাবনা ॥ বিশিষ্ট শিক্ষাবিদ সরকারি মহিলা কলেজের (অবসরপ্রাপ্ত) প্রাধ্যক্ষ, গবেষক, লেখক মনোয়ার হোসেন জাহেদী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তিনি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মনোয়ার হোসেন জাহেদী নানান শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তিনি করোনায় আক্রান্ত হয়ে শ^াসকষ্ট নিয়ে দুদিন আগে পাবনা সদর হাসপাতালে ভর্তি হন। বাগেরহাট ॥ বাগেরহাটের ফকিরহাটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তি উপজেলার মূলঘর ইউনিয়নের গোয়ালবাড়ী গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক সুবোল চন্দ্র রায় (৬৫)। বৃহস্পতিবার দুপুরে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসিম কুমার সমাদ্দার জানান, শিক্ষক সুবোল চন্দ্র রায় করোনা আক্রান্ত হয়ে খুলনা কোভিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মারা গেছেন। গাইবান্ধা ॥ গাইবান্ধায় করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় বৃহস্পতিবার নতুন করে আরও ৪ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে করোনা আক্রান্ত রোগীর মোট সংখ্যা দাঁড়ালো ১১৮২ জনে। এদিকে করোনাভাইরাসে মোট মৃত্যু হয়েছে ১৪ জনের। জেলার সাতটি উপজেলায় হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৯০ জন।
×