ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৫৫ মামলায় পরোয়ানাভুক্ত আসামি সস্ত্রীক গ্রেফতার

প্রকাশিত: ২২:৫৮, ২ অক্টোবর ২০২০

৫৫ মামলায় পরোয়ানাভুক্ত আসামি সস্ত্রীক গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর রূপনগরে নাসিম রিয়েল স্টেটের মালিক মোঃ ইমাম হোসেন নাসিম (৬৬) এবং তার স্ত্রী হালিমা আক্তার সালমাকে (৩২) গ্রেফতার করা হয়েছে। এ সময় ৫৫ মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক এই দুই আসামির কাছ থেকে বিদেশী অস্ত্র, জালনোট ও মাদক উদ্ধার করা হয়। অভিযানের সময় তার অফিসের একটি সুড়ঙ্গ পথের সন্ধান পাওয়া যায়। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে রাজধানীর কাওরান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে র‌্যাব-৪-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ মোজাম্মেল হক এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। অতিরিক্ত ডিআইজি জানান, বুধবার গভীর রাতে রূপনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ভয়ঙ্কর প্রতারক নাসিমের কাছ থেকে একটি ৭.৬৫ মি.মি. বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, এক লাখ ৩৫ হাজার জাল টাকা, এক হাজার ৪০০ পিস ইয়াবা, দুই বোতল বিদেশী মদ, চারটি ওয়াকিটকি সেট, ছয়টি পাসপোর্ট, ৩৭টি ব্যাংক চেক বই। তিনি জানান, নাসিম অসংখ্য মানুষের সঙ্গে প্রতারণা করেছে। জমি বিক্রির নামে মানুষের অর্থ হাতিয়ে নিয়েছে। অনেকে আইনের আশ্রয় নিলেও আদালত থেকে জামিন নিয়ে তাদের হুমকি দিত নাসিম। সে অফিসে সুড়ঙ্গ পথ তৈরি করে আত্মগোপনে তা ব্যবহার করত। নাসিমের উত্থান ॥ সংবাদ সম্মেলনে র‌্যাব-৪-এর অধিনায়ক জানান, ১৯৭৮ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত একটি কোম্পানির ঠিকাদারির কাজ করে নাসিম। এরপর ২০০২ সাল থেকে অভিনবভাবে প্রতারণামূলক কৌশলের মাধ্যমে নিজেকে কথিত নাসিম রিয়েল এস্টেট কোম্পানির মালিক পরিচয় দিয়ে সাইনবোর্ড টানানো শুরু করে। ক্ষেত্রবিশেষে অস্ত্র দেখিয়ে ভয়-ভীতি দেখিয়ে সাভারের কাউন্দিয়া এলাকায় অন্যের ও খাস জমি দখল করে আবাসিক শহর গড়ে দেয়ার নামে প্রায় পাঁচ হাজার সাধারণ জনগণের সঙ্গে বায়না করে প্রত্যেকের কাছ থেকে পাঁচ লাখ টাকা নেয়। এছাড়া ২৫০ জনকে ভুয়া রেজিস্ট্রেশন দিয়ে প্রত্যেকের কাছ থেকে ১২ লাখ ৫০ হাজার টাকা প্রতারণা করে। এভাবে সে প্রায় ২৮০ কোটি টাকা আত্মসাত করে। এর পাশাপাশি সে ২০০৫ থেকে বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে ভিন্ন ভিন্নভাবে মানুষের কাছ থেকে টাকা আত্মসাত করে। এ পর্যন্ত তার মালিকানাধীন ১৬টি প্রতিষ্ঠানের সন্ধান পাওয়া গেছে।
×