ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

উচ্চ আদালতে জামিন জালিয়াতি নিয়ে হাইকোর্টের বিস্ময়

প্রকাশিত: ২৩:০৩, ১ অক্টোবর ২০২০

উচ্চ আদালতে জামিন জালিয়াতি নিয়ে হাইকোর্টের বিস্ময়

স্টাফ রিপোর্টার ॥ উচ্চ আদালতে জামিন জালিয়াতি নিয়ে বিস্ময় প্রকাশ করেছে হাইকোর্ট। একটি অস্ত্র মামলায় জামিন জালিয়াতির শুনানিতে বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ বিস্ময় প্রকাশ করেন। এ সময় আদালত বলে, জামিন জালিয়াতি চক্র নথি জাল করে কত জামিন আদেশ হাসিল করে কে জানে? হয়ত আমরা সব ধরতে পারি না। কিন্তু নথি সৃজন করে এরকম জামিন জালিয়াতি তো হচ্ছে। শুনানিকালে আসামি সাত্তারের আইনজীবী শেখ আতিয়ার রহমানের উদ্দেশে হাইকোর্ট বলেন, ‘এই জামিন জালিয়াত চক্র আপনাকে চিনল কিভাবে? আরও দুটি জামিন জালিয়াতির মামলায় আপনি ও আপনার ক্লার্ক সোহেল রানার নাম এসেছে। একজন সিনিয়র আইনজীবী হিসেবে কি আপনার কোন দায়িত্ব নেই। মামলা পেলেন আর দাঁড়িয়ে গেলেন। জালিয়াত চক্র আপনার ওপর ভর করেছে কেন?’
×