ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুয়েতী আমিরের মৃত্যুতে দেশে একদিনের রাষ্ট্রীয় শোক

প্রকাশিত: ২৩:০২, ১ অক্টোবর ২০২০

কুয়েতী আমিরের মৃত্যুতে দেশে একদিনের রাষ্ট্রীয় শোক

জনকণ্ঠ ডেস্ক ॥ বাংলাদেশের অকৃত্রিম বন্ধু কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ-এর মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে একদিনের এই শোক পালন করা হবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারী ও বেসরকারী ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। আমির শেখ সাবাহ আল-জাবের আল-সাবাহ-এর রুহের মাগফিরাতের জন্য ১ অক্টোবর বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। গত ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত ৮টার দিকে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় কুয়েতী আমিরের। প্রধানমন্ত্রীর শোক ॥ কুয়েতের আমির সাবাহ আল আহমদ আল-জাবের আল সাবাহ’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার পররাষ্ট্র মন্ত্রণলায়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শোকবার্তায় রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান কুয়েতি আমিরের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত রাজকীয় পরিবার এবং সেদেশের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি সমবেদনা জানান। শোক বার্তায় শেখ হাসিনা বলেন, শেখ সাবাহ ছিলেন মুসলিম বিশ্বের স্বার্থ রক্ষায় অত্যন্ত নিবেদিতপ্রাণ বিশ্বনেতা। তিনি ছিলেন বাংলাদেশের ‘প্রকৃত বন্ধু’। শেখ সাবাহ’র নেতৃত্বে বাংলাদেশ ও কুয়েতের সম্পর্কে নতুন মাত্রা যোগ হয়েছিল। প্রধানমন্ত্রী কুয়েতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে কুয়েতের আমিরের ভূমিকা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। শেখ সাবাহ ২০০৬ সাল থেকে কুয়েতের আমির হিসেবে দায়িত্ব পালন করে এসেছেন। আর প্রায় ৫০ বছর ধরে দেশটির পররাষ্ট্র নীতি তদারক করেছেন তিনি।
×