ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পার্শ্বপ্রতিক্রিয়াও নেই

মর্ডানার ভ্যাকসিন বয়স্কদের শরীরেও এ্যান্টিবডি তৈরি করছে

প্রকাশিত: ২২:৫৮, ১ অক্টোবর ২০২০

মর্ডানার ভ্যাকসিন বয়স্কদের শরীরেও এ্যান্টিবডি তৈরি করছে

স্টাফ রিপোর্টার ॥ মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মর্ডানার ভ্যাকসিনে বয়স্কদের শরীরেও এ্যান্টিবডি তৈরি করছে। নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন এ প্রকাশিত এক প্রতিবেদনে মর্ডানা এমন দাবি করেছে। এতে বলা হয়েছে ৪০ জনের ওপর এই ট্রায়াল চালানো হয়েছে যাদের প্রত্যেকের বয়স ছিল ৫৬ থেকে ৭১ বছরের বেশি। এই গবেষণার ফলাফল বলছে প্রত্যেকের শরীরেই এ্যান্টিবডি তৈরি হয়েছে। আর টিকা গ্রহণে কারও শরীরে ভয়ঙ্কর কোন পাশর্^প্রতিক্রিয়া দেখা যায়নি। ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন চিকিৎসা বিজ্ঞানী ইভান জে এ্যান্ডারসনের নেতৃত্বে এক দল গবেষক এই নিবন্ধটি লিখেছেন। এই নিবন্ধে বলা হয়েছে প্রত্যেককে বয়সভেদে ২৫ মাইক্রোগ্রাম থেকে ১০০ মাইক্রোগ্রামের দুই ডোজ ভ্যাকসিন দেয়া হয়েছিল। কোভিড-১৯ এসব থেকে শঙ্কার মধ্যে রয়েছে বয়স্ক ব্যক্তিরা। সারাবিশ্বে করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৬০ শতাংশর বয়সই ৬০ বছরের ওপরে। সঙ্গত কারণে করোনার ভ্যাকসিন বয়স্কদের ওপরে কি প্রতিক্রিয়া দেখাচ্ছে জানা জরুরী ছিল। বলা হচ্ছে কোন কোন ভ্যাকসিন বয়সভেদে নানা রকম প্রতিক্রিয়া দেখাচ্ছে। কোন কোনটি অপ্রাপ্ত বয়স্কদের এ্যান্টিবডি তৈরি করছে না। আবার কোন কোন ভ্যাকসিন বয়স্কদের এ্যান্টিবডি তৈরি করতে পারছে না। মর্ডানা তাদের ভ্যাকসিনের প্রথম ধাপের যে ট্রায়াল চালিয়েছিল এটি তারই বর্ধিতাংশ। এখানে প্রথম ধাপে চালানো ট্রায়ালের অংশ হিসেবে বয়স্কদের ওপর ট্রায়াল চালানো হয়। ট্রায়ালে স্বেচ্ছাসেবকদের দুই ভাগে বিভক্ত করা হয়। একটি গ্রুপে ছিল ৫৬ থেকে ৭০ বছর বয়সী স্বেচ্ছাসেবক অন্যদিকে ৭১ বছর বা তার বেশি বয়স্কদের নিয়ে আরেকটি সাবগ্রুপ তৈরি করা হয়। বলা হচ্ছে নতুন ওষুধ অনুমোদনের জন্য প্রযোজ্য আন্তর্জাতিক সব প্রটোকল মেনেই এই পরীক্ষা চালানো হয়। মর্ডানা এই ট্রায়ালের জন্য ভ্যাকসিন সরবরাহ করলেও ট্রায়ালের জন্য কোন অর্থ সরবরাহ করেনি। ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন এ প্রকাশিত ট্রায়ালের ফলাফল নিয়ে রয়টার্স যে খবর প্রকাশ করেছে সেখানে ইমোরি বিশ্ববিদ্যালয়ের গবেষক ইভান এ্যান্ডারসনকে উদ্ধৃত করে এই ফলাফলে আশাব্যঞ্জক বলে উল্লেখ করে বলা হয়েছে বয়স্করা যেহেতু সব সময় রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারে না তাই এ ধরনের ফলাফল তাদের করোনা আক্রান্ত হওয়া থেকে বাঁচাবে। গবেষণায় বলা হয়েছে বয়স্কদের ওপর কাজের ক্ষেত্রে ভ্যাকসিনটির দুটি ডোজ প্রয়োগ করতে হচ্ছে। প্রথম ডোজ প্রয়োগের ২৮ দিন পর দ্বিতীয় ডোজ প্রয়োগ করতে হচ্ছে। তবে অপেক্ষাকৃত কম বয়সীদের ওপর একটি ডোজই প্রয়োগ করা হচ্ছে। গবেষণায় দেখা গেছে ভয়ঙ্কর কোন পাশর্^প্রতিক্রিয়া না থাকলেও ভ্যাকসিন গ্রহণে মাথা এবং শরীরে ব্যথা হচ্ছে। তবে এটি নিরাময়যোগ্য বলে উল্লেখ করা হয়েছে।
×