ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

আত্রাই নদীর পানি বিপদ সীমার ১০৫ সে:মি: উপর দিয়ে প্রবাহিত

প্রকাশিত: ১৬:২৯, ৩০ সেপ্টেম্বর ২০২০

আত্রাই নদীর পানি বিপদ সীমার ১০৫ সে:মি: উপর দিয়ে প্রবাহিত

নিজস্ব সংবাদদাতা, নাটোর ॥ ভারী বর্ষণে তৃতীয় দফায় আত্রাই নদীর পানি বিপদ সীমার ১০৫ সে:মি: উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নাটোরের সিংড়ায় আবারো বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। আত্রাই নদীর সিংড়া পয়েন্টে সিংড়া পৌরশহর পানির নিচে তলিয়ে গেছে। এছাড়া আত্রাই নদীর তীরবর্তী এলাকা প্লাবিত হয়েছে। হাজার হাজার বাড়ীঘরে পানি ঢুকে পড়েছে। বন্যায় নতুন করে আড়াই হাজার জমির রোপা আমন ও বোনা আমন ধানের ক্ষতি হয়েছে। আশ্রয়হীন অসংখ্য মানুষ ২২টি আশ্রয় কেন্দ্রে আশ্যয় নিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের উপ প্রকৌশলী আবু রায়হান জানান, ১৯৮৮’র বন্যার পর আত্রাই নদী অতীতের সকল রেকর্ড ভেঙ্গেছে। এরআগে ২০১৭ সালে আত্রাই নদীর পানি ১০০ সে:মি: এবং ২০২০ সালে দ্বিতীয় দফায় ৯৭সে:মি: উপর দিয়ে পানি প্রবাহিত হয়। সর্বশেষ একই বছরে তৃতীয় দফায় বৃহস্পতিবার ১০৫ সে:মি: বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বর্তমানে সিংড়া পৌরশহর, শেরকোল, কলম, চামারী, চৌগ্রাম ও তাজপুর ইউনিয়নের কয়েক লাখ মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। বুধবার জেলা প্রশাসন থেকে ২৫০টি বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বন্যা পূর্বাভাস এবং সতর্ক কেন্দ্রের তথ্য অনুযায়ী আগামী কয়েকদিন এই পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে।
×