ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

করোনায় র‌্যাপিড টেস্ট

প্রকাশিত: ২৩:২৪, ৩০ সেপ্টেম্বর ২০২০

করোনায় র‌্যাপিড টেস্ট

* করোনার আরটি পিসিআর টেস্ট ব্যয়বহুল। সময়সাপেক্ষ বিষয়। * হাজার হাজার মানুষের টেস্ট করে প্যানডেমিকের রাশ টেনে ধরা কঠিন। * তাই উন্নত বিশ্ব ভাবছে র‌্যাপিড এ্যান্টিজেন টেস্টের কথা, যাতে ১৫ মিনিটের মধ্যে রিপোর্ট মিলবে। * প্রেগন্যান্সি টেস্টের মতো ২টি নীল রেখা অঙ্কিত হয়ে প্রকাশ করবে করোনা পজিটিভের খবর। * শুদ্ধতার বিচারে প্রায় ৯৪ শতাংশ শুদ্ধ এই টেস্ট। * জার্মানি, ব্রিটেন হাজার হাজার মানুষকে দ্রুত পরীক্ষা করে তাদের টেস্টভিত্তিক আইসোলেশনের জন্য এই কিট সংগ্রহে উদ্যোগী হয়েছে। * আমাদের দেশেও এই র‌্যাপিড টেস্ট করা যেতে পারে। * এই টেস্ট পড়ংঃ বভভবপঃরাব ধহফ ঃরসব ংধারহম. ডাঃ এ টি এম রফিক উজ্জ্বল হলি ফ্যামিলি হাসপাতাল ০১৭১৫২৮৫৫৫৯।
×