ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কেরানীগঞ্জে অটোরিক্সা চালককে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ২১:৪৮, ২৯ সেপ্টেম্বর ২০২০

কেরানীগঞ্জে অটোরিক্সা চালককে কুপিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২৮ সেপ্টেম্বর ॥ আলমগীর (২৩) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার ভোরে কালিন্দী ইউনিয়নের ভাগনা মাদ্রাসা গলি থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আলমগীর অটোরিক্সা চালানোর পাশাপাশি র‌্যাবের সোর্স হিসেবেও কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ। বাবার নাম মোস্তফা বেপারী। গ্রামের বাড়ি রবিশাল জেলার মুলাদীতে। তবে বাবা মায়ের সঙ্গে কেরানীগঞ্জের শুভাঢ্যা উত্তরপাড়ায় ভাড়া বাসায় থাকতেন। কেরানীগঞ্জ মডেল থানার এসআই সাদ্দাম মোল্লা জানান, নিহতের বুকের বাম পাশে ছুরিকাঘাত করা হয়েছে। বরিশালে পুকুর থেকে লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের দেওপাড়া গ্রামের একটি পুকুর থেকে সোমবার দুপুরে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা ব্যক্তির (৬০) লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, ওই গ্রামের রাস্তার পাশের মোল্লা বাড়ির পুকুরে স্থানীয়রা লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়। খুলনায় গলিত লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার খুলনা অফিস থেকে জানান, দাকোপ উপজেলায় নিখোঁজ হওয়া রবীন ম-ল (৪৮) নামে এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার কামারখোলা ইউনিয়নের শিবচর এলাকার বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মৃত প্রাণকৃষ্ণ ম-লের ছেলে এবং গত মঙ্গলবার থেকে নিখোঁজ ছিল বলে জানা গেছে। দাকোপ থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত রবীনের মরদেহ পচে-গলে বিকৃত হয়ে গেছে। সাভারে গৃহবধূ নিজস্ব সংবাদদাতা সাভার থেকে জানান, সাভারে জুলেখা (২৬) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী লিটন পলাতক রয়েছে। সোমবার দুপুরে উপজেলার রাজফুলবাড়িয়ার পানপাড়া এলাকায় একটি ভাড়াবাড়ির কক্ষ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত জুলেখা কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বাসিন্দা। লিটন ওই এলাকায় তার স্ত্রী নিয়ে ভাড়া থেকে রাজমিস্ত্রির কাজ করত। পুলিশ জানায়, এদিন দুপুরে স্থানীয়দের খবরের ভিত্তিতে ওই এলাকার তন্নি ভিলার একটি কক্ষ থেকে জুলেখার মৃতদেহ উদ্ধার করা হয়। কুড়িগ্রামে অটোচালক স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম থেকে জানান, উলিপুরে বাদশা মিয়া (৫০) নামে এক চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের যমুনা মাশানকুড়ার একটি ধান ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের ডাকুয়া পাড়া গ্রামের ওসমান আলীর পুত্র। জানা গেছে, বাদশা মিয়া গত রবিবার বাড়ি থেকে তার অটোরিক্সাটি নিয়ে বের হলে রাতে আর বাড়ি ফেরেননি। সোমবার সকালে পার্শ্ববর্তী দুর্গাপুর ইউনিয়নের যমুনা মাশানকুড়ার একটি ধানখেতে লাশ পড়ে থাকার খবর পেয়ে বাদশা মিয়ার লাশ শনাক্ত করেন স্বজনরা।
×