ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাফুফে ভবন কাসিমবাজার কুঠি ॥ মহিউদ্দিন

প্রকাশিত: ২৩:৫৩, ২৭ সেপ্টেম্বর ২০২০

বাফুফে ভবন কাসিমবাজার কুঠি ॥ মহিউদ্দিন

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বহুল আলোচিত নির্বাহী কমিটির নির্বাচন। এতে সালাউদ্দিনের নেতৃত্বাধীন সম্মিলত পরিষদ পূর্ণ প্যানেল নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। ইতোমধ্যে সেই প্যানেলের পরিচিত এবং ইশতেহার ঘোষণা হয়েছে। এবার প্রতিপক্ষ সমন্বয় পরিষদ তাদের প্যানেল ঘোষণা করেছে। বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল এ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ফুটবল ক্লাবস এ্যাসোসিয়েশন- এই দুই সংগঠনের কর্মকর্তারা মিলে গঠন করেছেন সমন্বয় পরিষদ। গতকাল রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন ডেকে সমন্বয় পরিষদ প্যানেল পরিচিতি আয়োজন করে। আগামী ১ অক্টোবর তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে। সিনিয়র সহ-সভাপতি প্রার্থী আসলাম বলেন, আমি ভেসে আসেনি। আপনাদের ভালবাসায় এ পর্যায়ে এসেছি। ভিক্টোরিয়া নামক ছোট্ট ক্লাব থেকে ক্যারিয়ার শুরু করে আবাহনীর মতো বড় ক্লাবে খেলেছি। জাতীয় দলেও খেলেছি দীর্ঘদিন। ফুটবল ভালবেসে ফুটবল নিয়ে পড়ে আছি। সম্মানিত কাউন্সিলরদের কাছে ভোট ভিক্ষা চাইছি। গেল ১২ বছরে কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন কমিটি ফুটবলের উন্নতি করতে পারিনি। পরিবর্তনটা তাই জরুরী হয়ে পড়েছে। আপনাদের মূল্যবান ব্যালটের মাধ্যমে আমাদের নির্বাচিত করুন। হয়তো আসলামের মতো ফুটবলার উপহার দিতে পারব না। কিন্তু কথা দিলাম এরচেয়ে ভালমানের ফুটবলার উপহার দেব। সহ-সভাপতি প্রার্থী মহিউদ্দিন মহি বলেন, সালাউদ্দিনের প্যানেলকে নির্বাচিত করলে ফুটবল আরও পিছিয়ে যাবে। এখনই জাতীয় দলের র‌্যাঙ্কিং ১৮৭। সেটা ২০০ পার হতে সময় লাগবে না। গত ১২ বছরে জেলার ফুটবল উন্নয়নে কাজ করেনি তারা। ক্লাব ফুটবলও এগিয়ে নিতে পারেনি। ফলে পরিবর্তন খুবই জরুরী হয়ে পড়েছে। আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে আপনারা পরিবর্তনের পক্ষে রায় দেবেন। বাফুফে ভবনকে তারা কাসিমবাজার কুঠিতে পরিণত করেছে। যেখানে বসে শুধু ষড়যন্ত্রের জাল বুনে যাচ্ছে সালাউদ্দিন গংরা। মীর জাফর, ঘসেটি বেগম, মীর মদনের চেয়েও ভয়ঙ্কর তারা। ফেডারেশন ভবনে ঢুকতে সংগঠকদের বাধা দেয় বাফুফের কর্মচারীরা। ফেডারেশনকে উন্মুক্ত করতে আমাদের এই আন্দোলন। জেলা ফুটবল এগিয়ে নিতে, তৃণমূল ফুটবল জাগিয়ে তুলতে আমরা একত্রিত হয়েছি। আমাদের প্যানেল হচ্ছে প্রকৃত সংগঠকদের প্যানেল। ওই প্যানেলে (সালাউদ্দিনের) জেলা এবং বিভাগের প্রতিনিধি নেই। নেই ক্লাবের কোন প্রতিনিধি। কাজী সালাউদ্দিনকে সরাতে রাজপথে নেমেছে তরুণ প্রজন্ম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে।’ আসন্ন নির্বাচনে সমন্বয় পরিষদকে নির্বাচিত করার আহ্বান জানান মহি।
×