ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাদকাসক্ত ২৬ পুলিশ চাকরিচ্যুত হচ্ছে

প্রকাশিত: ২৩:৪১, ২৭ সেপ্টেম্বর ২০২০

মাদকাসক্ত ২৬ পুলিশ চাকরিচ্যুত হচ্ছে

স্টাফ রিপোর্টার ॥ মাদকাসক্ত ২৬ পুলিশ সদস্যকে চাকরিচ্যুত করার প্রক্রিয়া শুরু হয়েছে। এমন প্রক্রিয়ার মধ্য দিয়ে কথা রাখলেন ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম। অনেক আগেই মাদকাসক্ত পুলিশ সদস্যদের চাকরিচ্যুত করার ঘোষণা দিয়েছিলেন ডিএমপি কমিশনার। ধারাবাহিকভাবে সন্দেহভাজন পুলিশ সদস্যরা মাদকাসক্ত কিনা তা পরীক্ষা করা হবে। যারা মাদকাসক্ত হিসেবে পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়বেন, তাদের চাকরিচ্যুত করার ধারা অব্যাহত থাকবে। এদিকে মাদকবিরোধী সাঁড়াশি অভিযানে মাদকের সঙ্গে জড়িত ৪৬ জন গ্রেফতার হয়েছে। শনিবার সকাল সাড়ে দশটায় মিরপুরের ১০ নম্বরের এ ব্লকের ১৪ নম্বর লেনের ২/১/বি নম্বর বাড়িতে ডিএমপির নবসৃষ্ট ট্রাফিক মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনারের কার্যালয় উদ্বোধন শেষে এমন ঘোষণা দেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, মাদকের বিষয়ে সন্দেহভাজন পুলিশ সদস্যকে ডোপ টেস্ট অব্যাহত আছে। ইতোমধ্যেই ২৬ পুলিশ সদস্য মাদকাসক্ত হিসেবে চিহ্নিত হয়েছে। তাদের চাকরিচ্যুত করার প্রক্রিয়া শুরু হয়েছে।
×