ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তিস্তা ঘিরে সরকার মহাপরিকল্পনা নিয়েছে ॥ পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রকাশিত: ২৩:০২, ২৭ সেপ্টেম্বর ২০২০

তিস্তা ঘিরে সরকার মহাপরিকল্পনা নিয়েছে ॥ পানিসম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ২৬ সেপ্টেম্বর ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিস্তাপাড়ের মানুষের একমাত্র আশ্রয়স্থলে পরিণত হয়েছেন। তিস্তা নদী ঘিরে সরকার মহাপরিকল্পনা হাতে নিয়েছে। এই প্রকল্প বাস্তবায়ন হবেই। বাংলাদেশ এখন গরিব দেশ নয়। বাংলাদেশ বিশ্বের দরবারে এখন সমৃদ্ধ দেশ হিসেবে পরিচিতি পাচ্ছে। এই পরিচিতির পেছনে ও সমৃদ্ধি এসেছে শেখ হাসিনার জন্য। জাতির পিতা বঙ্গবন্ধু স্বাধীনতা এনে দিয়েছেন। তার কন্যা অর্থনৈতিক স্বাধীনতা আনতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। মহাপরিকল্পনাগুলো বাস্তবায়ন হলে তখন এই অঞ্চলের অর্থনীতির চিত্র পাল্টে যাবে। ভারতকে সঙ্গে নিয়েই তিস্তা নদীর মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। আন্তর্জাতিক আইনে আছে, নদীর উৎসের দেশের সঙ্গে আলোচনা ছাড়া নদীতে নিয়ে কোন স্থাপনা ও পরিকল্পনা করা যায় না। এখানে নদী ও পরিবেশের অস্তিত্বের ব্যাপার রয়েছে। শনিবার বেলা ১১টায় জেলা সদরের রাজপুর ইউনিয়নের তিস্তাপাড়ের স্পার-৩ ও নদী ভাঙ্গন এলাকায় পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব) জাহিদ ফারুক পরিদর্শনে এসে এসব কথা বলেন।
×