ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এখনও অনিশ্চিত হ্যাজার্ড

প্রকাশিত: ১৯:৪৬, ২৬ সেপ্টেম্বর ২০২০

এখনও অনিশ্চিত হ্যাজার্ড

স্পোর্টস রিপোর্টার ॥ স্প্যানিশ লা লিগায় নিজেদের দ্বিতীয় ম্যাচে শনিবার রিয়াল বেটিসের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়। সরাসরি সম্প্রচার করা হবে ফেসবুকের মাধ্যমে। প্রথম ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে গোল শূন্য ড্র করে অনেকটা চাপেই আছে রিয়াল মাদ্রিদ। এ ম্যাচে জয়ের বিকল্প ভাবছে না বর্তমান চ্যাম্পিয়নদের কোচ জিনেদিন জিদান। দলের অন্যতম তারকা এইডেন হ্যাজার্ড। ২০১৯/২০ মৌসুমে ১০০ মিলিয়ন ইউরোতে চেলসি থেকে যোগ দিয়েছিলেন। যদিও মৌসুমের বেশিরভাগ সময় ছিলেন মাঠের বাইরে। চোট কাটিয়ে ফিরবেন কবে বেলজিয়ান ফরোয়ার্ড, এমন প্রশ্নের জবাব দিয়েছেন জিদান। তিনি বলেন, ইনজুরি থেকে তিনি পুরোপুরি সেরে উঠেছেন হ্যাজার্ড। তবে অনুশীলনে কিছুটা ঘাটতি আছে তার। অল্প সময়ের মধ্যে তা পূরণ হয়ে যাবে। আশা করি তখনই দলের সঙ্গে তাকে দেখা যাবে। আমি আগেও বলেছি, রিয়াল সোসিওদাদের বিপক্ষের ম্যাচ থেকেই তাকে দলে চাচ্ছিলাম। তারও ইচ্ছা ছিল খেলার। শতভাগ ফিট হলেই তাকে দেখা যাবে নিশ্চিত। এদিকে রিয়াল বেটিস নিজেদের তৃতীয় ম্যাচে জয়ের ধারা অব্যাহত রাখতে চায়। টানা দুই ম্যাচ জয় পেয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে বেটিস। দিনের অপর ম্যাচে রাত সাড়ে দশটায় এলচে ফুটবল ক্লাবের বিপক্ষে মাঠে নামবে রিয়াল সোসিয়েদাদ।
×