ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

অনলাইন প্রশিক্ষণে ইতিহাসের পথে ইকবাল বাহার

প্রকাশিত: ২০:২৩, ২৬ সেপ্টেম্বর ২০২০

অনলাইন প্রশিক্ষণে ইতিহাসের পথে ইকবাল বাহার

আইটি ডট কম প্রতিবেদক চার লাখ তরুণকে ফ্রী প্রশিক্ষণ কর্মশালার টানা ১০০০ দিনের ইতিহাস গড়ার পথে ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইকবাল বাহার। শুধু বাংলাদেশে নয়, পুরো পৃথিবীতে কেউ কোন দিন টানা ১০০০ দিন প্রতিদিন নির্দিষ্ট কন্টেন্ট দিয়ে কোন ট্রেনিং কর্মশালা ফ্রিতে করেনি! আগামী ৩০ সেপ্টেম্বর তার এই অনলাইন প্রশিক্ষণের একহাজারতম দিন পূর্ণ হবে। ‘নিজের বলার মতো একটা গল্প’ উদ্যোক্তা হবার প্রশিক্ষণ, ১০টি বিষয়ে স্কিলস শেখানো ও মূল্যবোধ সংক্রান্ত অনলাইন প্রশিক্ষণ কর্মশালার প্লাটফর্ম। মাত্র ১৬৪ জন তরুণদের নিয়ে এই সামাজিক ও শিক্ষামূলক কাজের উদ্যোগ ২ বছর ৯ মাস আগে নিলেও এখন এটি একটি প্রতিষ্ঠান, যার প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট এবং মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ। তিনি নিজেও একজন উদ্যোক্তা, এই ফাউন্ডেশন এখন বাংলাদেশের সম্পদ। প্রতিষ্ঠানটির ৯০০তম দিন পূর্তির ভার্চুয়াল আয়োজনে ভার্চুয়ালী যুক্ত হন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি। ৩টি বিষয় নিয়ে কাজ করে অনলাইন প্লাটফর্ম ‘নিজের বলার মতো একটা গল্প’– ‘চাকরি করবো না চাকরি দেব’ বিষয়গুলো হলো - ১। উদ্যোক্তা বিষয়ক অনলাইনে টানা ৯০ দিন করে বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান অর্থাৎ একজন ইয়ুথকে উদ্যোক্তা হতে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান এবং ৬৪ জেলায় ও ৫০ দেশে উদ্যোক্তা মিট আপ ও সম্মেলন।২। মূল্যবোধ, লিডারশীপ, ১০টি বিষয়ে স্কিলস ও একজন ভালমানুষ হয়ে ওঠার চর্চা কেন্দ্র। ৩। ভলান্টিয়ারিং এবং সোশ্যাল ওয়ার্ক ও মানবিক কার্যক্রম বাংলাদেশের ৬৪ জেলা ও ৫০টি দেশের প্রবাসী বাংলাদেশীসহ মোট ৪০০,০০০ তরুণ-তরুণীদের ১০টি ব্যাচের মাধ্যমে ৩৬০ টা কন্টেন্ট দিয়ে টানা ৯০ দিন করে বিনামূল্যে অর্থাৎ কোন ফি ছাড়া উদ্যোক্তাবিষয়ক, মূল্যবোধ, ভলান্টিয়ারিং ও ১০টি স্কিলস নিয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে এই প্লাটফর্ম থেকে। প্রতি সপ্তাহে মিটআপের মধ্য দিয়ে চলছে আর অফলাইন কার্যক্রমও, গত আড়াই বছরে সারাদেশে ও বিদেশে প্রায় ১২০০ অনলাইন ও অফলাইন মিট আপ অনুষ্ঠিত হয়েছে। চলছে ৯০তম দিন করে ১১তম ব্যাচ। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ইকবাল বাহার বলেন, ‘চাকরি করব না চাকরি দেব’ এই ব্রত সামনে রেখে গত ১০০০ দিন ধরে একদিনের জন্যও এই প্রশিক্ষণ কর্মশালা’ বন্ধ ছিল না। এটা সারা বিশ্বে একটি ইতিহাস– এত লম্বা এবং টানা ৯০ দিন এবং টানা ১০০০ দিনের কোন প্রশিক্ষণ কর্মশালা পৃথিবীতে কেউ কোনদিন করেনি। ইতোমধ্যে এই প্লাটফর্ম থেকে আমাদের ৭০০০ জন উদ্যোক্তা হয়েছেন তার মধ্যে প্রচুর নারী উদ্যোক্তা এবং গত ১০০০ দিনে বদলে গেছে এই ৪০০,০০০ তরুণ-তরুণীদের জীবন, এখন যারা একএকজন স্কিলড, পজিটিভ ও ভাল মানুষ। ব্যতিক্রমী এই উদ্যোগের সঙ্গে তিনি এনেছেন দেশের এই প্রথম ৬৪ জেলা নিয়ে শুরু হয়েছে ‘নিজের বলার মতো একটা গল্প’ প্লাটফর্মের ‘সাপ্তাহিক অনলাইন হাট’- প্রতি মঙ্গলবার, সকাল ৯টা থেকে রাত ৯টা - টানা ১২ ঘণ্টা। করোনার এই ভয়াবহ সময়ে যখন সবাই তাদের বিজনেস নিয়ে চিন্তিত, অনেকের সেল প্রায় বন্ধ তখন ‘নিজের বলার মতো একটি গল্প’ গ্রুপের মাধ্যমে তৈরি দুলাখ মানুষকে একটি ফেসবুক গ্রুপে অপার সুযোগ ও সম্ভাবনা, আবার ঘুরে দাঁড়ানোর! একই সঙ্গে সুযোগ করে দিল ক্রেতাদের জন্য অনলাইনে কেনাকাটার। ‘আমরাই ক্রেতা আমরাই বিক্রেতা’ এই স্লোগানে বেশ জমে উঠেছে এই অনলাইন হাট। নিজের বলার মতো একটা গল্প উদ্যোক্তা তৈরির পাশাপাশি করে যাচ্ছে মানবিক কাজও; যেমন অসহায় গৃহহীনকে ঘর বানিয়ে দেয়া, কিছু গরিব তরুণদের আর্থিক মূলধন দিয়ে সহায়তা করা, ৩৫০০ বন্যাকবলিত পরিবারের পাশে দাঁড়ানো, করোনাকালে ৮০০০ অসহায় মানুষের পাশে থাকা, ২০,০০০ ব্যাগ রক্ত প্রদান করা, সারাদেশে ৩৫,০০০ বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন করা, ১৫০০০ এতিম-অসহায় শিশু ও বৃদ্ধকে ১ বেলা খাবারের ব্যবস্থা করা, ৪০০০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণের ব্যবস্থা করাসহ নানান উদ্যোগের মাধ্যমে। এই হাজারতম দিন উপলক্ষে ইকবাল বাহার বলেন, ‘আমাদের লক্ষ্য আগামী ১ বছরের মধ্যে ১০০,০০০ মানুষের কর্মসংস্থান তৈরি করা অন্তত ১০,০০০ উদ্যোক্তা হওয়ার মধ্য দিয়ে এবং আগামী ৫ বছরের মধ্যে ১০০,০০০ উদ্যোক্তা ও ১০ লাখ কর্মসংস্থান তৈরি করা। দিনটি উপলক্ষে দেশ ও দেশের বাইরে ভার্চুয়ালী এবং সরাসরি বিভিন্ন ধরনের আয়োজন অনুষ্ঠিত হবে। www.facebook.com/ Iqbalbahar28/ www.facebook.com/groups/youngentrepreneursbdiqbal/
×