ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জাতীয় প্রেসক্লাবেরর সামনে বিক্ষোভে বক্তারা

জিহাদীর মুক্তির দাবী আজ গণদাবীতে পরিণত হয়েছে

প্রকাশিত: ২০:১৬, ২৪ সেপ্টেম্বর ২০২০

জিহাদীর মুক্তির দাবী আজ গণদাবীতে পরিণত হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মুফতি আলা উদ্দিন জিহাদীর মুক্তির দাবীতে মানব বন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আহলে সুন্নাত ওয়াল জামা' আত বাংলাদেশ। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সম্মুখে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ত্ব করেন দলের প্রেসিডিয়াম সদস্য ডঃ আল্লামা এ কে এম মাহবুবুর রহমান। সংগঠনের মুখপাত্র এডভোকেট মোসাহেব উদ্দীন বখতিয়ার বলেন, জিহাদীর মুক্তির দাবী আজ গণদাবীতে পরিণত হয়েছে। জনগণ ফেঁসে উঠছে । মুক্তি বিলম্বে যে কোন সময় আন্দোলনের বিস্ফোরণ ঘটলে এর সমুদয় দায়িত্ব সরকারকে নিতে হবে । সুন্নীরা এখনও চরম ধৈর্য্যের পরিচয় দিচ্ছে তা চলমান শান্তিময় আন্দোলনই দৃশ্যমান। আজকের বিক্ষোভও অন্যতম প্রমাণ। বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সাধারণ সম্পদাক মোহাম্মদ ইমরান হোসাইন তুষারের পরিচালনায় বিক্ষোভে বক্তৃতা করেন- আহলে সুন্নাত ওয়াল জামা' আত, ইসলামী ফ্রন্ট, যুবনেতা ও ছাত্রসেনা নেতাদের মধ্যে সৈয়দ মুজাফফর আহমদ মুজাদ্দেদী, এডভোকেট দেলোয়ার হোসেন পাটওয়ারী, পীরে তরিকত আল্লামা ওয়ালী উল্লাহ আশেকী, মুফতি মাহমুদুল হাসান আলকাদেরী, ড. মোহাম্মদ নাসির উদ্দীন, কাজী মোবারক হোসাইম ফরায়েজী, বাংলাদেশ ইসলামী যুবসেনার কেন্দ্রীয় সভাপতি গোলাম মাহমুদ ভুঁইয়া মানিক, মুফতি জসিম উদ্দীন আজহারী, হাফেজ মুনিরুজ্জামান আলকাদেরী, মুফতি মুখতার রেজা মাসুমী, মাওলানা মাসউদ হোসাইন আলকাদেরী, এরশাদ খতিবী, মাও: মহিউদ্দীন হামিদী, মাও: বদরুল আলম, পীর মুফতি গিয়াস উদ্দীন তাহেরী, সৈয়দ হাসান আজহারী, আবদুর রাহীম আজহারী, হাসানুর রহমাম হোসাইনী, এডভোকেট হেলাল উদ্দীন, আলমগীর হোসাইন যুক্তিবাদী, এডভোকেট আবদুল আউয়াল, কাজী জসিম উদ্দীন নুরী, আরিফ বিল্লাহ রব্বানী, সৈয়দ গোলাম কিবরিয়া আজহারী, মুফতি আলাউদ্দীন মুজাহিদী, মুফতি জসিম উদ্দীন মুজাহিদী, মুফতি মাসুম বিল্লাহ, মাওলানা আরিফ বিল্লাহ রব্বানী, মাওলানা তামিম বিল্লাহ,আহমদ রেযা ফারুকী, আহমদ রেজা ফারুকী, মারুফ রেজা, ওমর ফারুক, রফিকুল ইসলাম প্রমুখ। বিশাল সমাবেশে বক্তারা রাজপথে শান্তিপূর্ণ অবস্থান থেকে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমরা এখনও ধৈর্য্য ধরে আছি। সেই ধৈর্য্যের প্রতি সরকারের বিনয়ী জবাব পাব। আর তার ব্যত্যয় ঘটে তাহলে তার সমুচিত জবাব দিতে কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবো।
×