ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে: ফখরুল

প্রকাশিত: ১৭:৩৬, ২৪ সেপ্টেম্বর ২০২০

নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে: ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ বিরামহীনভাবে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেফতার করে কারান্তরীণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন। ফেনী জেলার সোনাগাজী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জসিম উদ্দিনকে পুলিশ বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় গ্রেফতার করে কারাগারে প্রেরণের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেইসঙ্গে অবিলম্বে জসিম উদ্দিনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে তাঁকে মুক্তির দাবি জানিয়েছেন মির্জা ফখরুল। বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, বানোয়াট ও সাজানো মামলায় ছাত্রদল সোনাগাজী উপজেলা শাখার ছাত্রদল নেতাকে অসত্য মামলায় গ্রেফতার ও কারাগারে প্রেরণ বর্তমান সরকারের অপকর্মের ধারাবাহিকতা। সরকারের এই অপকর্ম ও দু:শাসন রুখে দিতে জনগণ এখন আরও বেশী ঐক্যবদ্ধ। ফখরুল বলেন, দেশ পরিচালনায় সকল ক্ষেত্রে ব্যর্থ হয়ে আওয়ামী লীগ সরকার ফ্যাসিবাদী আচরণের আশ্রয় নিয়ে দেশকে ভয়াবহ নৈরাজ্যের মধ্যে নিপতিত করেছে। তিনি বলেন, বর্তমান সরকার মানুষের ভোটের অধিকারকে ধুলিস্যাত এবং গণতান্ত্রিক অধিকারকে ধ্বংসের মাধ্যমে সমগ্র দেশটাকে কারাগারে পরিণত করেছে।
×