ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

উখিয়ার ফোর মার্ডার, একবছরেও চার্জশীট হয়নি

প্রকাশিত: ১৬:০৮, ২৪ সেপ্টেম্বর ২০২০

উখিয়ার ফোর মার্ডার, একবছরেও চার্জশীট হয়নি

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ উখিয়া পূর্ব রত্মাপালং বড়ুয়া পাড়ায় রাতে একই পরিবারের দুই নারী ও দুই শিশু খুনের ঘটনার পর গত এক বছরেও চার্জশীট দাখিল করা হয়নি। পুলিশ এ পর্যন্ত পারেনি ঘটনার ক্লু বের করতে। জানা যায়, চাঞ্চল্যকর ফোর মার্ডার ঘটনায় দায়েরকরা মামলায় কোন আসামিও শনাক্ত করা সম্ভব হয়নি। নিহত সখী বালা বড়ুয়া, মিলা বড়ুয়া, তার শিশু পুত্র রবিন বড়ুয়া এবং শিশু সনি বড়ুয়াকে রাতে নির্মমভাবে হত্যা করেছিল। মামলার তদন্তের দায়িত্বে থাকা পিবিআই এখনও ঘটনার ক্লু বের করতে পারেনি। মামলার বাদী এজাহারে সুনির্দিষ্ট কাউকে আসামি করেননি। এ পর্যন্ত ৪ জন আইও নিয়োগ দেয়া হয়েছে। উখিয়া থানার এসআই মোহাম্মদ ফারুক হোসেন, উখিয়া থানার তৎকালীন ওসি (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার, কক্সবাজার পিবিআই ইন্সপেক্টর পুলক বড়ুয়া এই তিন কর্মকর্তার পর সর্বশেষ গত জুন মাসে আইও পরিবর্তন করে ইন্সপেক্টর কৈশনু মার্মাকে চতূর্থ নম্বর আইও নিয়োগ দেয়া হয়েছে। ৩ জনকে সন্দেহজনক গ্রেফতার করা হলেও তারা জামিনে মুক্তি পেয়েছে। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পিপি এ্যাডভোকেট ফরিদুল আলম বলেন, চার্জশীট না হওয়ায় মামলাটি বিচারের জন্য প্রস্তত করা যাচ্ছেনা। চার্জশীট দাখিলের বিষয়ে আইও আদালত থেকে সময় নিচ্ছেন বার বার। বৌদ্ধ ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাস্টি এ্যাডভোকেট দীপংকর বড়ুয়া দীর্ঘ এক বছরেও এ হত্যাকান্ডের প্রকৃত আসামিকে শনাক্ত করে আইনের আওতায় আনতে না পারায় উদ্বেগ প্রকাশ করেছেন।
×